BRAKING NEWS

মোবাইল চুরি নিয়ে দুই ক্লাসের ছাত্রদের মারপিট, সুকলে অনির্দিষ্ট কালের জন্য পঠন পাঠন বন্ধ প্রধান শিক্ষকের নির্দেশে

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৬ জুন৷৷ দুই ক্লাসের ছাত্রদের মধ্যে মারপিটের ঘটনাকে কেন্দ্র করে প্রধান শিক্ষকের নির্দেশে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছাত্রছাত্রীদের পঠনপাঠন৷ নালিশ গেল মন্ত্রীর দরবারে৷ খবরে জানা যায়, গত শুক্রবার ঐ বিদ্যালয়ের এক ছাত্রীর সাত হাজার টাকার মোবাইল ফোন চুরি হয়ে যায় বলে পুরো বিদ্যালয়ে রটে যায়৷ সন্দেহ করা হয় দশম শ্রেণীর এক ছাত্রকে৷ বড়দাদারা ঐ ছাত্রের সাথে প্রথমে তর্কে জড়িয়ে পরে৷ তারপর তাকে মারধর করে বলে অভিযোগ৷ তার সহপাঠীরাও বড় দাদাদের সাথে মারপিটে জড়িয়ে পরে৷ কয়েকজন ছাত্র আহত হয়৷ বক্সনগর হাসপাতাল থেকে তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয় বলে জানা যায়৷ এই ঘটনাকে কেন্দ্র করে প্রধান শিক্ষকের নির্দেশে অনির্দিষ্টকালের জন্য পঠনপাঠন বন্ধ হয়ে যায়৷ প্রধান শিক্ষকের এক্তিয়ার নিয়ে প্রশ্ণ উঠেছে৷ এভাবে বিদ্যালয়ে বন্ধের নির্দেশ দিতে পারেন কিনা তা নিয়ে এলাকায় লোকজন প্রশ্ণ তুলেছেন৷ গত শুক্রবার মারপিটের খবর পেয়ে এলাকার লোকজন  ও মাতববরা বিদ্যালয়ে এসে ঘটনা মীমাংসা করার জন্য প্রধান শিক্ষকের কাছে অনুরোধ রেখেছিল কিন্তু তাদের অনুরোধে সাড়া না দিয়ে বিদ্যালয়ের পঠনপাঠন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় বলে অভিযোগ৷ অভিভাবকরা অভিযোগে জানান একাংশ উগ্র ছাত্রদের শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেন৷ প্রধান শিক্ষক ইচ্ছে করলেই ঘটনাটি মিটিয়ে ফেলতে পারতেন৷ কিন্তু তা করেনি বলে অভিযোগ৷ এলাকার অভিভাবকরা বিদ্যালয়ের কিছু উগ্র ছাত্রদের বিরুদ্ধে অনেক আগেই ব্যবস্থা গ্রহণ করার দাবি করেছিল কিন্তু প্রধান শিক্ষক কোন পদক্ষেপই নেয়নি বলে অভিযোগ৷  শেষ পর্যন্ত এলাকাবাসী  এলাকার বিধায়ক তথা মন্ত্রী সহিদ চৌধুরীর কাছে দ্বারস্থ হয়৷ মন্ত্রী ঘটনা তদন্ত করে সঠিক ব্যবস্থা গ্রহণ করবে বলে এলাকাবাসীকে আশ্বস্ত করেছে বলে জানা যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *