BRAKING NEWS

মাধ্যমিকে ফেল করে ফাঁসিতে আত্মহত্যা ছাত্রীর, গায়ে আগুন দিয়ে অ্যাসিড খেয়ে আরও দুজন গুরুতর

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া/আগরতলা, ৬ জুন৷৷ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০১৭ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণার পরই এক ছাত্রী আত্মহত্যা করল৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন পুলিনপুর এলাকায় মঙ্গলবার সকালে৷ ঘটনায় জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন পুলিনপুর গ্রামের বাসিন্দা রঞ্জিৎ দাসের মেয়ে লিপিকা দাস এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল অন্যান্য ছাত্রছাত্রীদের সাথে৷ মঙ্গলবার মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করে৷ সেই অনুযায়ী লিপিকা পরীক্ষায় অকৃতকার্য হয়৷ ফলে সে আত্মভিমানে নিজ ঘরেই ফাঁসি দিয়ে আত্মহত্যা করে৷ ওই সময় বাড়িতে লিপিকার মা/বাবা কেউ বাড়িতে ছিলনা৷ নির্জনতার সুযোগে লিপিকা ফাঁসি দিয়ে আত্মহত্যা করে৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালের মর্গে এনে রাখে ময়না তদন্তের জন্য৷
পরীক্ষায় ফেল করে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা ছাত্রের৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে কল্যাণপুর থানা এলাকা সংলগ্ণ গ্রামে৷ আজ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হতেই পরীক্ষার্থী অভিজিৎ গোপ (১৯) দেখতে পায় ওয়েবসাইটে অকৃতকার্য হয়েছে৷ উল্লেখ্য, কল্যাণপুর উচচ মাধ্যমিক বিদ্যালয়ে পাঠরত অভিজিৎ তৃতীয়বার মাধ্যমিকে ফেল করেছে৷ ক্ষোভে, অভিমানে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে বলে জানায় পরিবারের সদস্যরা৷ পরিবারের লোকজন গুরুতর অবস্থায় কল্যাণপুর প্রাথমিক হাসপাতালে নিয়ে যায়৷ শরীরের ৭০ শতাংশ পুড়ে যাওয়ায় চিকিৎসকরা জিবিতে রেফার করেন৷ যতদূর জানা গেছে অগ্ণিদগ্দ ছাত্র অভিজিতের অবস্থা আশঙ্কাজনক৷ অন্যদিকে, গানিয়ামাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী পরীক্ষায় ফেল করে অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা করে৷ গুরুতর অবস্থায় বর্তমানে জিবি হাসপাতালে জীবনযুদ্ধে ছটফট করছে৷ সামাজিক লোকলজ্জা এবং মেয়ের ভবিষ্যতের জন্য মা-বাবার অনুরোধে নাম প্রকাশ উহ্য রাখা হয়েছে৷ জনৈক ছাত্রীর অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টার খবরে সহপাঠীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *