BRAKING NEWS

আগরতলায় পুরুষ ও তেলিয়ামুড়ায় মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/তেলিয়ামুড়া, ৫ জুন৷৷ পুর নিগম এলাকায় মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য৷ দমকল কর্মীদের ক্ষোভ উত্তেজনা৷ ঘটনা রঞ্জিতনগর এলাকায়৷ আজ সকালে কালর্ভাটের নিচে ফিরোজ মিয়া নামে স্থানীয় এক ব্যক্তির মৃতদেহ দেখতে পান এলাকাবাসী৷ খবর দেওয়া হয় পুলিশে৷
ঢালতলোয়ারইন পুলিশ ও দমকল বাহিনীর কাজের ঢং দেখে ক্ষেপে যান স্থানীয়রা৷ মৃতদেহ দেখার দুই ঘন্টা পরও তা উদ্ধার করতে নামেনি দমকল কর্মীরা৷ পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ণ তুলেন এলাকার লোকজন৷ সকালে কালর্ভাটের নিচে স্থানীয় বাসিন্দা ফিরোজ মিয়ার মৃতদেহ দেখতে পান এলাকাবাসী৷ পুলিশ ও দমকলকে খবর দিলেও অনেকক্ষণ পরে তারা ঘটনাস্থলে পৌঁছে৷ অভিযোগ, মৃতদেহ উদ্ধার নিয়ে তালবাহানা শুরু করে দমকল কর্মীরা৷ পরে এলাকার লোকজনই কালর্ভাটের নিচ থেকে ফিরোজ মিয়ার মৃতদেহ উদ্ধার করে৷
প্রাপ্ত সংবাদ সূত্রে যতদূর জানা গেছে, গতকাল থেকেই নিখোঁজ ছিলেন ফিরোজ মিয়া৷ সকালে কিভাবে তার মৃতদেহ কালর্ভাটের নিচে আসে তা পরিষ্কার নয়৷ পুলিশ মৃতদেহ উদ্ধারের পর ময়না তদন্ত করে পরিবারের হাতে তুলে দেয়৷
এদিকে, তেলিয়ামুড়া চামকঘাট ব্যারেজ এর কাছে খোয়াই নদীর জলে এক অজ্ঞাত মহিলার ভাসমান মৃত দেহকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ পড়ে তেলিয়ামুড়া অগ্ণিনির্বাপক দফতরের কর্মীরা সোমবার দুপুরে খোয়াই নদী থেকে মৃত দেহ উদ্ধার করে৷ কিন্তু এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনা আদতে খুন না আত্মহত্যা সংশ্লষ্ট বিষয়ে গুঞ্জন এলাকায়৷ ঘটনার বিবরনে জানা গেছে, তেলিয়ামুড়াে থানাধীন চাকমাঘাট ব্যারেজ এদিন বেলা ১২ টা নাগাত একটি মৃতদেহ ভেসে উঠতে দেখে এলাকার জনগন৷ দীর্ঘক্ষণ মৃত দেহটি নদীল জলে উঠানামা করতে থাকে৷ পরে অগ্ণিনির্বাপক দফতরে খবর দেওয়া হলে দফতরের কর্মীরা ব্যারেজ প্রাঙ্গনেই মৃতদেহটি জল থেকে তুলতে অনিহাে প্রকাশ করে বলে অভিযোগ৷ অগ্ণিনির্বাপক দফতরের এহেন আচরনে এলাকার একাংশে জনগন ক্ষুব্দ হয়ে উঠে তাদের উপর৷ পরে জারইলং পাড়া সংলগ্ণ নদীর জল থেকে মৃত দেহটি উদ্ধার করে অগ্ণিনির্বাপক দফতরের কর্মীরা৷ প্রাথমিক ভাবে সন্দেহে করা হচ্ছে গঙ্গাঁন এর থানা এলাকা থেকে ১৪দিন আগে নিখোঁজ হওয়া মহিলার মৃতদেহ৷ কিন্তু দেহের শরীরে কোন বস্ত্র না থাকা এবং শরীরে আঘাতের চিহ্ণ থাকায় এই মৃত্যুর ঘটনাটি পরিকল্পিত হত্যা না, আত্মহত্যা ইত্যাদি বিষয়ে প্রশ্ণ উঠছে৷ যদিও পুলিশ তদন্ত শুরু করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *