BRAKING NEWS

অটো চালক বনাম ট্রাফিক পুলিশ বিবাদ তেলিয়ামুড়ায় জাতীয় সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৫ জুন৷৷ এবার প্রশাসনের বিরুদ্ধে পথে নামল খোদ বামপন্থী শ্রমিক সংগঠন সিআইটিইউ৷ ছোট বড় যান চালকদের সঙ্গে তেলিয়ামুড়া  একাংশ ট্রাফিক পুলিশের দুর্ব্যবহার অভিযোগ ঘিরে সিআইটিইউ  জাতীয় সড়ক অবরোধ করে৷ এবার একই তারিখ একই ব্যক্তির নামে বিভিন্ন আদালতে মামলায় সমন আসায় ক্ষোভে ফেটে পড়ে তেলিয়ামুড়ার সিআইটিইউর অটো চালকরা৷  আর এর পরিপ্রেক্ষিতে  অটো শ্রমিকরা সোমবার ঘন্টাখানেক তেলিয়ামুড়া-অম্পি চৌমুহনী এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে৷ পড়ে অবশ্য  প্রশাসন এবং অটো শ্রমিক নেতৃত্বদের মধ্যস্থতায় ক্ষুব্ধ শ্রমিকরা  পথ অবরোধ  প্রত্যাহার করে নেয়৷ তেলিয়ামুড়া ট্রাফিক পুলিশের একাংশের  বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সিআইটিইউ’র  ছোট বড় যান চালকদের সঙ্গে বিরোধ চলছিল৷  অটো চালকদের অভিযোগ দীর্ঘদিন ধরে ট্রাফিক পুলিশ চালকদের সঙ্গে দুর্ব্যবার করে আসছে৷ তাই তারা একপ্রকার বাধ্য হয়ে আজকে পথ অবরোধ করে৷ অটো চালকরা জানায় ট্রাফিক পুলিশ একপ্রকার উদ্দেশ্যপ্রণোদিত  ভাবে বিভিন্ন অটো চালকদের নামে কেইস পাঠাচ্ছে৷  যার পরিপ্রেক্ষিতে অটো শ্রমিকরা তেলিয়ামুড়া অম্পি চৌমুহনী এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে৷ প্রায় ১ ঘন্টা  অবরোধের পর সিট্যু নেতৃত্ব সুধীর সেন সহ কয়েকজন শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং বিষয়টি প্রশাসনের ঊর্দ্ধতন কর্তৃপক্ষের গোচরে আনার আশ্বাসে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *