BRAKING NEWS

সেটটপ বক্স ও নতজানু প্রশাসন

সরকারের চোখের সামনে সেটটপ বক্স নিয়া যে কানামাছি খেলা চলিতেছে তাহা কবে বন্ধ হইবে বলা মুশকিল৷ চড়া দামে এই বক্স বিক্রির অভিযোগ জানা সত্বেও প্রশাসন টুটো জগন্নাথের ভূমিকায়৷ আসলে এইসব ঘটনা দেখিয়া স্বাভাবিক ভাবেই প্রশ্ণ উঠিতে পারে, রাজ্যে বর্তমানে আইনের শাসন আছে কিনা৷ কিংবা জেলা প্রশাসনের আসলে কোনও ক্ষমতা আছে কিনা৷ সেটটপ বক্স ক্রয়ের সময়ে কোনও ক্যাশমেমো দিতে চায় না ক্যাবল অপারেটররা৷ তাহাদের বক্তব্য সৃষ্টি নামে একটি সংস্থার নিকট হইতে ক্রয় করিয়া তাহারা বিক্রি করিতেছেন৷ সোজা কথায়, সেটটপ বক্সের এই ব্যাপক কালোবাজারী ও দুর্নীতির বিরুদ্ধে রাজ্য প্রশাসন কোন্ দূর্বলতার কারণে চোখ বুজিয়া আছে এই প্রশ্ণ উঠিয়াছে৷ এই সেটটপ বক্স কেলেংকারীর বিরুদ্ধে সরব হইয়াছে বিজেপি যুব মোর্চা৷ তাহারা অভিযোগ তুলিয়াছে সেটটপ বক্সের দুর্নীতির বিরুদ্ধে অভিযোগও পাত্তা পায় না প্রশাসনে৷ সেটটপ বক্স বিক্রেতারা গ্রাহকদের ক্যাশমেমো দিতেছে না৷ দেওয়া হইতেছে না ওয়ারেন্টি কার্ডও৷ এই সেটটপ বক্সের ব্যাপক দুর্নীতির সঙ্গে প্রশাসনের কোনও কোনও কর্মীও জড়িত বলিয়া অভিযোগ উঠিয়াছে৷ এই টানাপোড়েনে বহু মানুষ সেটটপ বক্স নিতে পারিতেছেন না৷ ফলে বহু মানুষ এখন ক্যাবল নেটওয়ার্কের কোনও প্রোগ্রামই দেখিতে পারেন না৷ ফলে, রাজ্যে ক্যাবল নেটওয়ার্কেরও ব্যাপক ক্ষতি সাধিত হইতেছে৷ নির্দিষ্ট একটি সংস্থার নিকট হইতে সেটটপ বক্স কিনিতে গ্রাহকদের বাধ্য করা হইতেছে৷ ভারতীয় জনতা যুব মোর্চার সদর জেলা কমিটির পক্ষ হইতে ডেপুটেশন দেওয়া হয়৷ সেটটপ বক্স নিয়া ব্যাপক দুর্নীতি চলিতেছে তাহা অবিলম্বে বন্ধ করিয়া ব্যাপক তদন্তের মাধ্যমে দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হইবে৷ যুব মোর্চা জেলা শাসককে জানাইয়া দিয়াছে যে, সেটটপ বক্স নিয়া দুর্নীতি বন্ধ না হইলে বৃহত্তর আন্দোলনে নামিবে৷
সেটটপ বক্সের এই কেলেংকারীর ঘটনায় রাজ্যে ক্যাবল টিভির গ্রাহকও অনেক কমিয়া গিয়াছে৷ অন্যদিকে কোটি কোটি টাকারও বাণিজ্য করিয়াছে সেটটপ বক্স বিক্রেতারা৷ রাজ্য সরকার বিশেষ করিয়া জেলা প্রশাসনের প্রচ্ছন্ন মদত না থাকিলে এই কেলেংকারী করিয়া বহাল তবিয়তে কাটাইতে পারিত না কলংকিত নায়করা৷ ক্যাবল নেটওয়ার্ক এর জন্য কেন্দ্রীয় সরকারের নীতি নিয়ম আছে৷ রাজ্যে এই নীতি নিয়মকেই বৃদ্ধাঙ্গুষ্ট দেখাইয়া চলিতেছে ক্যাবল ব্যবসায়৷ রাজ্য সরকারের এক্ষেত্রে চোখ বুজিয়া থাকিবার রহস্য কি সাধারণ মানুষ তাহাও জানিতে চাহিবেন৷ রাজ্য জুড়িয়া এখন যেন নির্বাচনী হাওয়া চলিতেছে৷ এই অবস্থায় বাম সরকারের পক্ষ স্বচ্ছতার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তাগিদই তো থাকিবার কথা৷ সেক্ষেত্রে সেটটপ বক্সের বিক্রেতাদের কলংকের বিরুদ্ধের বাম সরকারের নমনীয় ভূমিকা নিয়া প্রশ্ণ উঠিবেই৷ সেটটপ বক্সের এই কেলেংকারীর অভিযোগ সম্পর্কে রাজ্য সরকার ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে অনীহার কারণও রাজ্যের মানুষ জানিতে চাহিবে৷ এতদিন এই কেলেংকারী নিয়া কোনও রাজনৈতিক দলকে সরব হইতে দেখা যায় নাই৷ শেষ পর্যন্ত বিজেপির যুব শাখা ময়দানে নামিয়াছে৷ জেলা শাসককে ব্যবস্থা নিতেই হইবে৷ এই সব অভিযোগ সম্পর্কে সরকার কি ব্যবস্থা নিয়াছে তাহা বিজ্ঞপ্তি আকারে জনসাধারণকে জানাইতে হইবে৷ সেটটপ বক্স এর মতো একটি সাধারণ ঘটনা বা সাধারণ অভিযোগও যে সরকার সামাল দিতে পারে না, সেই সরকার তো খুব স্বাভাবিক ভাবেই গভীর প্রশ্ণের মুখে পড়িয়া গিয়াছে, সন্দেহ নাই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *