BRAKING NEWS

বরেলীর মর্মান্তিক দুর্ঘটনায় দুঃখপ্রকাশ প্রধানমন্ত্রীর, ক্ষতিপূরণ ঘোষণা

বরেলী (উত্তর প্রদেশ), ৫ জুন (হি.স.): উত্তর প্রদেশের বরেলীর মর্মান্তিক দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে| আহতদের পরিবারকে দেওয়া হবে ৫০ হাজার টাকা| দুঃখপ্রকাশ করে প্রধানমন্ত্রীর বার্তা, ‘উত্তর প্রদেশের বরেলীতে ঘটে যাওয়া বাস দুর্ঘটনা বেদনাদায়ক|’ পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী|
সোমবার ভোররাতে উত্তর প্রদেশের বরেলীতে দুর্ঘটনাগ্রস্ত বাসে আগুন লেগে অগ্নিদ্বগ্ধ হয়ে পুড়ে মৃতু্য হল ২২ জন যাত্রীর| মর্মান্তিক এই দুর্ঘটনায় জখম হয়েছেন অন্তত ১৫ জন| তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা সঙ্কটজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে|
বরেলীর বিথরি চেইনপুর পুলিশ স্টেশনের অন্তর্গত ইনভার্টিস বিশ্ববিদ্যালয়ের কাছে একটি বাস এবং ট্রাকের সংঘর্ষ হয়| সংঘর্ষের জেরে যাত্রীবোঝাই বাসে আগুন ধরে যায়| অগ্নিদ্বগ্ধ হয়ে পুড়ে মারা যান ২২ জন যাত্রী| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, উত্তর প্রদেশ স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (ইউপিএসটিসি)-এর অভিশপ্ত বাসটি দিল্লির আনন্দবিহার থেকে পূর্বাঞ্চলীয় উত্তর প্রদেশের গোন্ডায় যাচ্ছিল| ভোররাতে উত্তর প্রদেশের বরেলীর কাছে ২৪ নম্বর জাতীয় সড়কে উল্টোদিক থেকে দ্রুতগতিতে ছুটে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়| প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, সংঘর্ষের জেরে বাসের জ্বালানি ট্যাঙ্কার ফেটে যায়| আর তার জেরেই বাসে আগুন লেগে যায়| আগুন লাগার প্রায় ২০ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পেঁৗছয় দমকল| যদিও ততক্ষণে সব শেষ| দুর্ঘটনাস্থলেই আগুনে পুড়ে মারা যান ১৭ জন যাত্রী|
বরেলীর পুলিশ সুপার যোগীন্দ্র কুমার জানিয়েছেন, ভোররাত ১টা থেকে ১.৩০ মিনিটের মধ্যে দুর্ঘটনাটি ঘটেছে| দুর্ঘটনার সময় বাসের বেশিরভাগ যাত্রীই ঘুমোচ্ছিলেন| আগুন লেগে যাওয়ার পরে কয়েকজন যাত্রী জানলা দিয়ে লাফিয়ে নেমে পড়েন| দুর্ঘটনাস্থলেই আগুন পুড়ে মৃতু্য হয়েছে ১৭ জন যাত্রীর| সঙ্কটজনক অবস্থায় ১৯ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরে আরও ৫ জনের মৃতু্য হয়েছে| বাকি ১৫ জন শহরের বিভিন্ন হাসপাতালে চিকিত্সাধীন| দুর্ঘটনার সময় অভিশপ্ত বাসটিতে মোট কত জন যাত্রী ছিলেন তা এখনও পর‌্যন্ত নির্দিষ্টভাবে জানাতে পারেনি পুলিশ| পরে সূত্রের খবর, বাসটিতে মোট ৪১ জন যাত্রী ছিলেন| এদিকে, দুর্ঘটনার পরেই সুযোগ ৱুঝে পালিয়ে যায় ঘাতক ট্রাকের চালক|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *