BRAKING NEWS

কদমতলায় বাড়ছে চুরি, পুলিশ নীরব

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৪ জুন৷৷ উত্তর জেলার অসম-ত্রিপুরা সীমান্ত চুড়াইবাড়ি কদমতলা এলাকায় নিশিকুটুম্বদের তান্ডবে অতিষ্ঠ সাধারণ জনগণ৷ প্রতিদিন কোন না কোন গৃহস্থের ঘরে সাফাই অভিযান চালাচ্ছে নিশিকুটুম্বদের দল৷ পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ৷ গতকাল গভীর রাতে চুড়াইবাড়ি থানাধীন প্রেমতলা বাজার সংলগ্ণ এলাকার অনুপ চক্রবর্তীর বাড়িতে চুরিকার্য সংগঠিত হয়৷ গৃহস্থ অনুপ চক্রবর্তী নিজের খালি ঘরে তালা দিয়ে স্ত্রী পুত্রকে নিয়ে ধর্মনগরের শ্বশুরবাড়িতে চলে যান৷ সে সুযোগে রাতের আঁধারে চোরের দল ঘরের জানালা ভেঙ্গে ঘরে থাকা প্রায় ৮০ হাজার টাকা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে যায়৷ ভোরবেলা পাশের বাড়ির জনৈক এক যুবক খোলা মাঠের মধ্যে অনুপ চক্রবর্তীর কাপড় ও অন্যান্য জিনিসপত্র ছড়ানো ছিটানো দেখে বাড়িতে থাকা গৃহস্থের ভাইদের জানালে তখন তাদের নজরে আসেন চুরির ঘটনাটি৷ তারপর গৃহস্বামীকে খবর দিলে ওনি বাড়িতে এসে সমস্ত ঘটনা দেখে ও শুনে চুড়াইবাড়ি তানায় একটি মামলা দায়ের করেন৷ বর্তমানে চুড়াইবাড়ির থানার পুলিশ তদন্ত সুরু করেছে৷ অপরদকে প্রেমতলা সহ চুড়াইবাড়ি ও কদমতলা বাসীদের একটাই অভিযোগ চুড়াইবাড়ি থানার পুলিশ যথেষ্ট তৎপর তাকলেও নব্য কদমতলা থানাতে আসা ভারপ্রাপ্ত ওসি নয়ন মণি নমশূদ্র আসার পর থেকেই গোটা অঞ্চলজুড়ে নানা অসামাজিক কার্যকলাপ চুরি, পাচার বাণিজ্য দুনম্বরি ব্যবসা বৃদ্ধি পেয়েছে৷ কেউ কেউ আবার অভিযোগ করে বলছেন ঐ ওসি নমশূদ্র বসু কদমতলা থানার দায়িত্ব নিয়ে নাকি অত্র এলাকা পাশ্ববর্তী অসম রাজ্যের সকল অসাধু ব্যবসায়ী, চোর ডাকাতদের সাথে মাসোহারা করে নিয়েছেন৷ তাই অত্র এলাকার জনগণ দালাল রুপী ঐ ওসির বদলির দাবি তুলেছেন৷ অন্যথায় আগামীদিনে আান্দোলন সৃষ্টি করবেন বলেও হুঙ্কার স্থানীয় জনগণের৷ শান্তিপ্রিয় ঐ এলাকাতে এমনভাবে প্রত্যেকদিন নিশিকুটুম্বদের তান্ডবে অঞ্চল জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *