BRAKING NEWS

সোনা সহ একধিক পণ্যের জিএসটি নির্ধারিত

নয়াদিল্লী, ৩ জুন৷৷ আরও এক প্রস্থ বৈঠকে সোনা, জুতো, হিরে, বিসুকট, বস্ত্র সহ একাধিক পণ্যে জিএসটি স্থীর করল পরিষদ৷ তামাকজাত পণ্যের ক্ষেত্রে বিড়ির উপর জিএসটি নির্ধারিত হলেও সিগারেটের ক্ষেত্রে কোন সিদ্ধান্ত নেয়া হয়নি৷ ফের কাউন্সিলের বৈঠক বসবে ১১ জুন৷ ঐ বৈঠকে সিগারেটের জিএসটি নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে৷ শনিবার কাউন্সিলের বৈঠকে সোনার ক্ষেত্রে ৩ শতাংশ কর ধার্য্য করা হয়েছে৷ হিরের ক্ষেত্রেও ৩ শতাংশ স্থীর করা হয়েছে৷ মূলতঃ রত্ন এবং গহনাতেও ৩ শতাংশ জিএসটির মধ্যে রাখা হয়েছে৷ ৫০০ টাকা পর্যন্ত জুতোয় ৫ শতাংশ এবং তার বেশী দামের জুতোয় ১৮ শতাংশ জিএসটি বসানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *