BRAKING NEWS

ইভিএম ঃ সন্তুষ্ট সিপিএম ও এনসিপি

নয়াদিল্লি, ৩ জুন (হিঃস)৷৷ শনিবার জাতীয় নির্বাচন কমিশনের ভোট যন্ত্র হ্যাক করার চ্যালেঞ্জে হাজির রইল শুধু সিপিআইএম এবং এনসিপি৷ যদিও দুদলের কেউই হ্যাক করার চেষ্টা করেননি বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার নসিম জাইদি৷ দুই দলই ইভিএম নিয়ে সন্তুষ্ট৷ উত্তর প্রদেশ নির্বাচনের ফলপ্রকাশের পরই ভোটযন্ত্রে কারচুপি নিয়ে গলা ফাটিয়েছিল কংগ্রেস, তৃণমূল, আপ, সমাজবাদীক পাটি সব সমস্ত বিরোধী দল৷ দাবি ওঠে, ভোটযন্ত্রের বদলে ভোট করাতে হবে ব্যালটে৷ জবাবে জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, ভোটযন্ত্রে হ্যাক করা কার্যত অসম্ভব৷ পারলে কেউ করে দেখাক৷ এই বলে রাজনৈতিক দলগুলিকে পাল্টা চ্যালেঞ্জ ছোঁড়ে কমিশন৷ সংবাদমাধ্যমের একাংশ এর নাম দেয় হ্যাকাথন৷ নাম নথিভুক্ত করার শেষ তারিখ পেরোলে দেখা যায় হট্টগোল ব্রিগেডের কেউ ভোট্যন্ত্রহ্যাক করার চ্যোলেঞ্জই গ্রহণ করেনি৷ বরং নাম নথিভুক্ত করেছে সিপিএমও এনসিপি৷ সময়ের পর আবেদন জমা দেওয়ায় আরজেডির আবেদন খারিজ হয়ে যায়৷ শনিবার বিকেলে এক সাংবাদিক বৈঠকে মূখ্য নির্বাচন কমিশনার নসিম জাইদি বলেন, সিপিএম ও এনসিপি কেউই ভোটযন্ত্র হ্যাক করার চেষ্টা করেনি৷ সিপিএম ভোটযন্ত্রের কার্যপ্রণালি খুঁটিনাটি বুঝে নিয়েছে৷ এনসিপি কেন্দ্রীয় ও রাজ্য নির্বাচনে কমিশনের ভোটযন্ত্রের আলাদা সনাক্তকরণ চিহ্ণ দাবি করেছে৷ নির্বাচন কমিশনের তরফে দাবি করা হয়েছে৷ জাতীয় নির্বাচন কমিশনের অধীনে থাকা  সমস্ত ভোটযন্ত্রে দায় তারা নেবে৷ কিন্তু রাজ্য নির্বাচন কমিশনের অধীনে থাকা ভোটযন্ত্র বা ভোটযন্ত্রের মতো দেখতে অন্য কোনও যন্ত্রের দায় তারা নেবে না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *