শেষ তিন বছরে ৩৬৮ জন জঙ্গিকে খতম করেছে সেনা : স্বরাষ্ট্রমন্ত্রী

নয়াদিল্লি, ৩ জুন (হি.স.): শেষ তিন বছরের মধ্যে ৩৬৮ জন জঙ্গিকে খতম করেছে ভারতীয় সেনাবাহিনী| তাদের মধ্যে ৯০ জনেরও বেশি ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি| শনিবার সকালে সাংবাদিক বৈঠক করে এমনই দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং| সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, ২০১৪-২০১৭ সালের মধ্যে ৩৬৮ জন সন্ত্রাসবাদীকে নিকেশ করেছে ভারতীয় সেনা| কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই শান্ত হয়েছে| খুব শীঘ্রই গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ফেলবে কেন্দ্র| কারণ, সন্ত্রাসে মদতদাতাদের কোনও মতেই ছাড় দেওয়া হবে না| সন্ত্রাসবাদ বরদাস্ত করবে না ভারত|

স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আরও বলেছেন, ভারতের জনসংখ্যার একটা বড় অংশ মুসলিম| কিন্তু তা সত্ত্বেও সেনা এবং গোয়েন্দা তত্পরতার জন্য ভারতে শক্ত ঘাঁটি তৈরি করতে পারেনি আইএস| মাওবাদী নাশকতা প্রসঙ্গে রাজনাথের ব্যাখ্যা, শেষ তিন বছরে মাওবাদী-জঙ্গিদের প্রায় ৬৫ শতাংশ নির্মূল করেছে সেনা| প্রায় ১৮৫ শতাংশ মাওবাদী আত্মসমপর্ণ করেছে| মাওবাদী হামলা কমেছে প্রায় ২৫ শতাংশ| চলছে মাওবাদী অধু্যষিত এলাকায় পুনর্গঠন এবং সচেতনতা বৃদ্ধির কাজও|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *