BRAKING NEWS

ভোটার তালিকায় নাম নথীভুক্তকরণের বিষয়ে নির্বাচন কমিশনের বিশেষ উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুন৷৷ ভোটার তালিকায় নাম নথীভুক্তকরণ বিষয়ে ভারতের নির্বাচন কমিশন ‘নো ভোটার্স টু বি লেফট বিহাইন্ড’ নামে একটি বিশেষ কর্মসূচী হাতে নিয়েছে৷ আজ এবিষয়ে জেলা শাসকের কার্যালয়ে আহুত এক সাংবাদিক সম্মেলনে পশ্চিম ত্রিপুরার জেলা শাসক মিলিন্দ রামটেকে জানান, মূলতঃ নতুন ভোটারদের নাম তালিকায় অন্তর্ভূক্ত করতে এবং বর্তমান তালিকা সংশোধন করতেই এই বিশেষ কর্মসূচী৷ ১ জুন থেকে শুরু হয়ে এই কর্মসূচী ৩১ জুলাই পর্যন্ত চলবে৷
এই কর্মসূচীর আওতায় ভোটার তালিকায় নাম নথীভুক্তকরণে ইচ্ছুক ব্যক্তিরা আর ও অফিসে নাম নথীভুক্তকরণের জন্য ফরম-৬ জমা দিতে পারবেন৷ ডাকযোগে কিংবা অনলাইনেও ১৮ থেকে ১৯ বছরের ব্যক্তিদের (২১ বছর পর্যন্ত ব্যক্তিরাও জমা দিতে পারবেন) কাছ থেকে ফরম-৬ সংগ্রহ করবেন ১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত৷ শুধুমাত্র ৮ এবং ২২ জুলাই’র বিশেষ অভিযানের তারিখগুলি বাদ দিয়ে৷ তাছাড়া, থাকবে মোবাইল অ্যাপ’র পরিষেবাও৷
নির্বাচন কমিশন নাগরিকদের সুবিধার্থে জাতীয়, রাজ্য এবং জেলাস্তরে কল সেন্টারের সুবিধা দিচ্ছে৷ যদি কোন কল সেন্টার নম্বর ‘১৯৫০’-তে ফোন করে কেউ উপরোক্ত কোন পরিষেবা গ্রহণ করার অক্ষমতা প্রকাশ করেন তাহসে সেই ব্যক্তির বাড়িতে গিয়ে বিএলওলর মাধ্যমে পরিষেবা প্রদানের ব্যবস্থা করা হবে৷ এই পরিষেবা বিনামূল্যে দেওয়া হবে৷ তাছাড়া, সিএসসিগুলির মাধ্যমে অনলাইন ফর্ম পূরণ ও ফর্মের হার্ড কপি ডিজিট্যাল করে দেওয়া হবে নির্দিষ্ট ফি’র বিনিময়ে৷ ৮ এবং ২২ জুলাই বিশেষ শিবিরের আয়োজন করা হবে৷ সেদিন বিএলও-রা উপযুক্ত পরিমানে আবেদনপত্রের ফরম নিয়ে প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে বসবেন এবং পূরণ করা ফরম জমাও রাখবেন৷ ২০১৭-এর সম্পূর্ণ ভোটার তালিকা সেদিন টাঙ্গানো থাকবে৷ বিভিন্ন সরকারী কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠানেও এধরনের শিবির অনুষ্ঠিত হবে৷ এই বিশেষ কর্মসূচীর আওতায় মৃত ব্যক্তিদের নাম সনাক্ত করে নির্বাচক তালিকা থেকে বাদ দেওয়া হবে৷ মৃত নির্বাচকদের ব্যাপারে তথ্য সংগ্রহ করা হবে মৃত্যু নিবন্ধীকরণ অফিস থেকে৷ এই সময়ে জমা হওয়া ফর্ম-৬ ও ফর্ম-৭(মৃত্যু সংক্রান্ত)-এর ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে ৩১ আগষ্টের মধ্যে৷ তবে মৃত্যু ছাড়া অন্য কারণে নাম বাতিল, ফর্ম-৮ ও ৮-ক ইত্যাদি সংগৃহীত ফর্ম-এর বিষয়ে মীমাংসা করা হবে বিশেষ কর্মসূচী শেষ হওয়ার পর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *