সন্ত্রাস নির্মূল করতে দেশের মাটিতে জঙ্গিদের নিরাপদ আশ্রয় দেওয়া বন্ধ করতে হবে : ট্রাম্প

রিয়াধ, ২২ মে (হি.স.) : ভারতও সন্ত্রাসবাদের শিকার| সৌদি আরব সফরে একথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্প| তিনি বলেন, গোটা বিশ্বে থাবা বসিয়েছে সন্ত্রাস| আমেরিকা হোক বা ভারত, অস্ট্রেলিয়া, অথবা রাশিয়া, প্রত্যেকেই তার শিকার হয়েছে| নাম না করে পাকিস্তানকেও বার্তা দেন ট্রাম্প | বলেন, সন্ত্রাস নির্মূল করতে দেশের মাটিতে জঙ্গিদের নিরাপদ আশ্রয় দেওয়া বন্ধ করতে হবে| প্রতিটি দেশেরই উচিত, সন্ত্রাসবাদীরা যাতে তাদের দেশে জায়গা না পায়, তা নিশ্চিত করা|
আরব-ইসলামিক-ইউএস সামিটে যোগ দিতে সৌদি আরবে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট | সেখানে বিশ্বের ৫০টি মুসলিম অধু্যষিত দেশের নেতৃত্বের সামনে ট্রাম্প বলেছেন, ভারত, রাশিয়া, চিন ও অস্ট্রেলিয়া সন্ত্রাসবাদের শিকার, যেমন শিকার আমেরিকা ও ইউরোপ| এই সব রাষ্ট্রে বারবার বর্বর হামলা ঘটেছে, অবর্ণনীয় যন্ত্রণা সয়েছেন এ সব দেশের মানুষরা| মুসলিম দেশগুলির প্রতি তাঁর আহ্বান, সন্ত্রাস দমনে প্রথম পদক্ষেপ হিসেবে সন্ত্রাসের পতাকা বহনকারীদের নিজের দেশে জায়গা দেবেন না| জঙ্গিরা যাতে তাদের মাটিতে ঘাঁটি না গাড়তে পারে তা নিশ্চিত করা এই অঞ্চলের প্রতিটি দেশের দায়িত্ব| তিনি বলেন, সন্ত্রাসবাদ গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে| কিন্তু এখান থেকেই শান্তি শুরু হতে পারে| আর সে জন্য মুসলিম রাষ্ট্রগুলিকে অবশ্যই দায়িত্ব নিতে হবে |
মার্কিন রাজনীতিতে প্রবেশের সময় থেকেই সন্ত্রাসের বিরুদ্ধে সুর চড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প| সন্ত্রাস দমনে ভারতের পােশ থাকার বার্তা দিয়েছেন বরাবর| সেই সঙ্গে দেশের মাটিতে জঙ্গিদের নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য শুরু থেকেই পাকিস্তানকে এড়িয়ে গিয়েছেন তিনি| রিয়াধেও তার অন্যথা হয়নি| আফগান প্রেসিডেন্ট আশরফ গনি, সৌদির রাজা সলমন বিন আবদুলআজিজ আল সৌদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করলেও, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে সময়ই দেননি তিনি| সম্মেলন চলাকালীন একবার মাত্র আলাপচারিতা করতে দেখা গিয়েছে তাঁদের| মুসলিম অধু্যষিত দেশগুলির রাষ্ট্রনেতার উপস্থিতিতে দুদিনের আরব-ইসলামিক-ইউএস সামিটে দুই রাষ্ট্রনেতার বৈঠক আগেই স্থির হয়েছিল| কিন্তু পরে তা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে সৌদির মার্কিন দূতাবাস|-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *