BRAKING NEWS

শুরুতেই সাফল্য, এভারেস্টের শৃঙ্গে পৌঁছলেন ৬ জন ভারতীয় পর্বতারোহী

কাঠমাণ্ডু, ১৩ মে (হি.স.): মরশুমের প্রথম এভারেস্ট অভিযানের শুরুতেই সাফল্য পেলেন ৬ জন ভারতীয় পর্বতারোহী| শনিবার সকাল ৮.২০ মিনিট নাগাদ বিশ্বের উচ্চতম শৃঙ্গে পৌঁছেছেন ৬ জন ভারতীয় পর্বতারোহী| ট্রানসেন্ড অ্যাডভেঞ্চারস-এর সদস্য সতীশ কুমার জানিয়েছেন, উত্তরে তিব্বতের দিক দিয়ে অভিযান করেন তঁারা|
সাধারণত এপ্রিল মাসের শেষ থেকে শুরু হয় এভারেস্টের স্প্রিং ক্লাইম্বিং মরশুম| এই সময় এভারেস্টের আবহাওয়া অনুকূল থাকায় বহু পর্বতারোহী অভিযান করেন| তবে, এ বছর বরফপাত চলতে থাকায় এভারেস্ট অভিযান পিছিয়ে দেওয়া হয়| প্রশাসন সূত্রের খবর, এখনও পর্যন্ত ৭৫০ জন পর্বতারোহী নেপালের দিক দিয়ে এভারেস্টের শৃঙ্গে আরোহনের জন্য অপেক্ষা করছেন| তিব্বতের দিক দিয়ে বিশ্বের উচ্চতম শৃঙ্গে আরোহনের অপেক্ষায় রয়েছেন ৩০০ জন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *