BRAKING NEWS

দশম আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ, জিজ্ঞাসাবাদ করা হতে পারে দুই ক্রিকেটারকে

নয়াদিল্লি, ১৩ মে (হি.স.) : দশম আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ের ফের কালো ছায়া| এই অভিযোগে গুজরাট লায়ন্সের দুই ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গিয়েছে| জানা গিয়েছে, গুজরাটের সঙ্গে দিল্লি ডেয়ারডেভিলসের ম্যাচের পর ফিক্সিংয়ের অভিযোগ প্রকাশ্যে আসে| দু’দিন আগে কানপুরের হোটেল থেকে তিন বুকিকে পুলিশ গ্রেফতার করে| বাজেয়াপ্ত হয় ৪১ লক্ষ টাকা| ওই হোটেলেই গুজরাট লায়ন্সের ক্রিকেটাররাও ছিলেন| সূত্রের খবর, আইপিএলের দুই ক্রিকেটারের সঙ্গে বুকিদের যোগাযোগের চাঞ্চল্যকর দাবি ধৃতদের মধ্যে একজনের| অভিযুক্ত গুজরাট লায়ন্সের দুই ক্রিকেটার|
সূত্রের খবর, অভিযুক্তদের দাবি, গুজরাট ওই ম্যাচে ২০০ রান করলেও হারত| উল্লেখ্য, ওই ম্যাচে প্রথমে ব্যাট করে গুজরাট তোলে ১৯৫ রান| দুই বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি| উল্লেখ্য, ২০১৩-তে আইপিএলে বেটিং ও ম্যাচ ফিক্সিংয়ের ঘটনা ঘিরে তীব্র বিতর্ক দানা বাঁধে| কয়েকজন ক্রিকেটারের শাস্তি হয়| দুটি ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *