BRAKING NEWS

এফবিআই-র ডিরেক্টরকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট ট্রাম্প

ওয়াশিংটন, ১০ মে (হি.স.) : মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-র ডিরেক্টর জেমস কোমেকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প| হোয়াইট হাউজ সূত্রে এক বিবৃতিতে এখবর জানানো হয়েছে| হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প কোমেকে ডিরেক্টর পদ থেকে অপসারিত করেছেন| আর এটা হয়েছে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রোসেনস্টেইন ও অ্যাটর্নি জেনারেল জেফ সেসনসের প্রস্তাবের উপর নির্ভর করে|
কোমেকে লেখা একটি চিঠিতে ট্রাম্প বলেছেন, এফবিআই-র ডিরেক্টর পদের জন্য যোগ্য নেতৃত্বের প্রয়োজন হয়ে পড়েছিল| সাধারণ মানুষের আস্থা, বিশ্বাস ফিরিয়ে আনতেই এটা প্রয়োজন ছিল বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে| তবে, এফবিআই-র উচ্চপদস্থ আধিকারিকদের বক্তব্য, এ নিয়ে আগাম কোনও সতর্কবার্তা দেওয়া হয়নি হোয়াইট হাউজ়ের তরফে| এক বিবৃতিতে ট্রাম্প জানিয়েছেন, কোমেকে সরিয়ে দেওয়ার অর্থ হল নতুন এক অধ্যায়ের সূচনা| হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন ডিরেক্টর খোঁজার কাজ অবিলম্বে শুরু করা হবে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *