সামাজিক নিরাপত্তার প্রশ্ণে সংখ্যালঘুদের ভোট বাম শিবিরেই যাবে ঃ সুদীপ বর্মন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল৷৷ সামাজিক নিরাপত্তার প্রশ্ণে সংখ্যালঘু অংশের জনগণের ভোট বাম শিবিরেই যাবে,

শুক্রবার প্রদেশ তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে আগরতলায়৷ ছবি নিজস্ব৷

দৃঢ়তার সাথে জানান তৃণমূল কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন৷ দলীয় সাংগঠনিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে এবিষয়ে তাঁর যুক্তি, বিজেপি সাম্প্রদায়িক দল হিসেবেই পরিচিত৷ রাজ্যে গত কয়েকদিনে গরু নিয়ে যা কান্ড ঘটিয়েছে তাতে সামাজিক নিরাপত্তার প্রশ্ণে সংখ্যালঘু অংশের জনগণ বাম শিবিরের দিকেই ছুটবেন৷ তাঁর দাবি, ২১টি বিধানসভা কেন্দ্রে প্রায় কুড়ি হাজারের উপর মুসলীম ভোটার রয়েছেন৷ তাঁদের মধ্যে একটা অংশ বামেদের উপর আস্থাশীল৷ বাকিরাও সামাজিক নিরাপত্তার প্রশ্ণে বাম শিবিরের দিকেই আস্থা প্রদর্শন করবেন বলে সুদীপ বাবুর অনুমান৷
এদিন তিনি মেনে নিয়েছেন, তৃণমূল সাংগঠনিক দিক দিয়ে এরাজ্যে খানিকটা দূর্বল৷ কিন্তু তিনি এও বলেন, তৃণমূল এখনো ধূয়ে মুছে সাফ হয়ে যায়নি৷ এরাজ্যে তৃণমূলেরও ভোটার রয়েছে৷ তাঁর দাবি, নির্বাচনে দাঁড়ালে এখনো বেশ কয়েকটি কেন্দ্রে তৃণমূল বিজয়ী হবে৷ তাছাড়াও একাধিক কেন্দ্রে নির্বাচনে বামেদের পর দ্বিতীয় স্থান দখল করে নেবে৷ ফলে, তৃণমূলের কোন অস্তিত্ব নেই, কোন কোন রাজনৈতিক দল এমনটা মনে করে থাকলে, ভুল করা হবে, নাম না করে বিজেপিকেই কটাক্ষ করেন তিনি৷
এদিন তিনি বলেন, বামেরা যাতে নির্বাচনে কোন সুযোগ না পায়, সেজন্যই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলাম৷ অবাম ভোটের ভাগাভাগি যাতে না হয়, সেটাই চেয়েছিলাম৷ কিন্তু, এখন কেউ ভাবছে একাই ৬০টি বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিয়ে একক সংখ্যাগরিষ্ট দল হিসেবে সরকার প্রতিষ্ঠা করবে৷ সুদীপবাবুর মতে, এই পরিকল্পনায় ভোট ভাগাভাগি ছাড়া আর কিছুই হবে না৷ আর তাতে বামেরা জয় ছিনিয়ে নিয়ে সরকার প্রতিষ্ঠা করে ফেলবে৷ তাই এদিন তিনি আবারও, ভোট ভাগাভাগি এড়ানোর জন্য রাজ্যের সমস্ত অবাম রাজনৈতিক দলগুলির প্রতি আহ্বান জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *