BRAKING NEWS

জিবি হাসপাতালের চিকিৎসকরা রিপোর্ট জমা দেয়নি, উদ্ঘাটন হয়নি আনোয়ারার মৃত্যু রহস্য

আগরতলা, ২৮ এপ্রিল (হিঃস)৷৷ আনোয়ারা চৌধুরীর মৃত্যুর রহস্য উন্মোচন করতে পারেনি পশ্চিম মহিলা থানার পুলিশ৷ তারা বলতে পারছেনা আনোয়ারার মৃত্যুর স্বাভাবিক না হত্যা পুলিশ এখনো সিআরপিসি-র ১৫৭ ধারা অনুযায়ী তদন্ত করে চলছে মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য৷ তবে বিভিন্ন ছাত্র সংগঠনের আন্দোলনের পরিপ্রেক্ষিতে মামলার তদন্তকারী অফিসার আনোয়ারার মামা নূর মহম্মদ, তার স্ত্রী, আত্মীয় পরিজন সহ এলাকাবাসীদের প্রায় প্রতিদিনই জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন৷
সূত্রের খবর, মামলার তদন্তকারী অফিসাররা আনোয়ারা চৌধুরীর ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট পেয়ে গেছেন৷ তিনি এটি পাওয়ার পরই পূর্ণাঙ্গ রিপোর্টের জন্য রাজ্য ফরেনসিক ল্যাবে পাঠিয়ে দেন৷ কিন্তু রাজ্যে ফরেনসিক ল্যাব থেকেও এখনো পূর্ণাঙ্গ রিপোর্ট এসে পৌঁছায়নি৷ তবে কবে নাগাদ আসবে কেউ বলতে পারছেন৷ ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ রয়েছে আনোয়ারার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে৷ অথচ মর্গ সূত্রে জানা গিয়েছিল মৃতার গোপনাঙ্গে জমাট বাধা রক্ত ছিল৷ কবর দেবার সময় দেহের বিভিন্ন অংশ থেকে রক্ত ঝরছিল৷ কিন্তু সে বিষয়ে কোন উল্লেখ নেই ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে৷ এক্ষেত্রে মামালার তদন্তকারী অফিসার জিবি হাসপাতালের কাছে চিকিৎসার কোন গাফিলতি ছিল কিনা সে বিষয়ে জানতে চেয়েছিল৷ সে জন্য জিবি হাসপাতাল কর্তৃপক্ষ একটি বিশেষজ্ঞ দল গঠন করে৷ কথা ছিল ৩ দিনের মধ্যে তারা রিপোর্ট জমা দেবে৷ কিন্তু ২ সপ্তাহ অতিক্রম হতে চললেও জিবি হাসপাতাল থেকেও এ সংক্রান্ত কোন রিপোর্টই এখনো দেওয়া হয়নি৷ তাতে জিবি হাসপাতালের ভূমিকা নিতে বিভিন্ন মহলে সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে৷
পুলিশের বক্তব্য ৯ মার্চ সকালে আনোয়ারার বমি ও পেট ব্যথা শুরু হয়৷ তখন তাকে আইজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ ডাক্তার তাকে দেখে কিছু ঔষুধ লিখে দেন৷ ঔষুধ খাওয়ার পর ব্যথা ও কমে যায়৷ এরপর বাড়ি চলে যায়৷ কিন্তু বিকালেই আবার পেট ব্যথা শুরু হয়৷ তারপর আনোয়ারাকে জিবিকে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায় এবং তাকে ভর্তি করা হয়৷ এরপর রাত সোয়া বারোটায় আনোয়ারা মারা যায়৷ এইদিকে তার ডেথ ডিক্লারেশনে চিকিৎসকরা লিখেছেন হার্ট অ্যাটাক৷ এইদিকে আনোয়ারা মৃত্যুর খবর পেয়ে অনেকে তাকে দেখতে গিয়েছিল কিন্তু কাউকেই মৃতদেহের পাশে যেতে দেওয়া হয়নি এমনটা অভিযোগ পরিবারের৷
এদিকে পলিটেকনিক কলেজের ছাত্রী আনোয়ারা চৌধুরীর রহস্য মৃত্যুর ঘটনা সঠিক তদন্তের দাবী নিয়ে আন্দোলনকে কেন্দ্র করে প্রশাসনের সঙ্গে ছাত্র ছাত্রীদের বাতাবরণ তৈরি হয়েছে আরও আগেই৷ সরকার পক্ষীয় কিছু সংগঠন ছাত্র ছাত্রীদের বিরুদ্ধে মাঠে নেমে পরায় পরিস্থিতি আরও জটিল হয়েছে৷ অন্যদিকে পুলিশ আন্দোলনকারীদের নাম ধাম সহ বিস্তারিত তথ্য সংগ্রহ করতে শুরু করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *