সুকমায় ২৫ শহিদের সন্তানদের শিক্ষার যাবতীয় খরচ বহন করবেন নাইট অধিনায়ক গম্ভীর

নয়াদিল্লি, ২৮ এপ্রিল (হি.স.): ছত্তিশগড়ের সুকমায় ভয়ঙ্কর মাওবাদী হামলায় শহিদ হয়েছেন ২৫ জন সিআরপিএফ জওয়ান| মাওবাদী হামলায় ২৫ জন সিআরপিএফ জওয়ানের সন্তানদের পড়াশোনা সহ যাবতীয় খরচের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক গৌতম গম্ভীর| বৃহস্পতিবার পুণে সুপারজায়ান্ট-এর বিরুদ্ধে আইপিএল ম্যাচের প্রাক্কালে শহিদ জওয়ানদের স্মরণ করে তাঁদের শ্রদ্ধা জানায় কলকাতা নাইট রাইডার্স টিম| শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কালো আর্ম ব্যান্ড পরে খেলতে নেমেছিল কেকেআর| এরপর গৌতম গম্ভীর টুইট করে লেখেন, ‘দেশের জন্য প্রাণ বলিদান দিলেন ২৫ জন সিআরপিএফ জওয়ান| আমি কখনও কখনও ভাবি, আমরা কি এই আত্মত্যাগের যোগ্য?’ এরপর আরও একটি টুইট করেন গম্ভীর| টুইটারে বাঁ হাতি ব্যাটসম্যান-নাইড অধিনায়ক লেখেন, ‘এসি-র ঘাটতি, বিশাল এসইউভি-র সাইজ এগুলির মধ্যেই আটকে থাকি আমরা| এবার বরং সিআরপিএফ শহিদদের মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করা যাক|’ একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকে নিজের কলামেই গম্ভীর লিখেছেন, ‘গৌতম গম্ভীর ফাউন্ডেশনের পক্ষ থেকেই সুকমার শহিদদের সন্তানদের পড়াশোনার যাবতীয় খরচ বহন করা হবে|’ গৌতম গম্ভীরের এই সিদ্ধান্ত সত্যিই প্রশংসনীয়|
উল্লেখ্য, গত সোমবার ছত্তিশগড়ের সুকমায় মাওবাদী হামলায় শহিদ হয়েছেন ২৫ জন সিআরপিএফ জওয়ান| আহত হয়েছেন ৬ জন| ভয়ঙ্কর মাওবাদী হামলার তীব্র নিন্দা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, ‘জওয়ানদের এই আত্মত্যাগ বৃথা যাবে না|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *