BRAKING NEWS

রবীন্দ্র ভবনের জন্য আনা হচ্ছে কবিগুরুর নতুন মর্মর মূর্ত্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল৷৷ পুরুলিয়া থেকে আনা হচ্ছে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মর্মর মূর্ত্তি৷ ২০১২ সালে রবীন্দ্র শতবার্ষিকী ভবন আনুষ্ঠানিক উদ্বোধনের সময় কবিগুরুর যে মর্মর মূর্ত্তি বসানো হয়েছিল তা নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল৷ রবীন্দ্রনাথ ঠাকুরের চেহারার সাথে  কার্ল মার্কসের মিল খঁুজে পাওয়া যাচ্ছিল৷ এই ঘটনায় বিতর্ক দেখা দেয়৷ নানা মহলের সমালোচনার মুখে পড়ে রাজ্য সরকার বাধ্য হয়ে সরিয়ে নেয় মূর্ত্তিটি৷ এরপর নতুন মূর্ত্তি তৈরীর বরাত দেওয়া হয় পুরুলিয়ার শিল্পী ধ্রুব দাসকে৷ ইতিমধ্যেই মূর্ত্তি তৈরীর কাজ সম্পন্ন হয়েছে৷ গতকাল সন্ধ্যায় পুরুলিয়া থেকে সড়ক পথে রাজ্যের উদ্দেশ্যে মূর্ত্তিটি নিয়ে রওয়না দেওয়া হয়েছে৷ ধারণা করা হচ্ছে পাঁচ ছয়দিনের মধ্যে আগরতলায় এসে পৌঁছবে কবিগুরুর নতুন মর্মর মূর্ত্তি৷ এও ধারণা করা হচ্ছে ২৫শে বৈশাখ মূর্ত্তিটির আবরণ ইন্মোচন করতে চাইছে রাজ্য সরকার৷ তবে, এবার এই মূর্ত্তি নিয়ে নতুন কোন বিতর্কের সৃষ্টি হয় কিনা, সেটাই এখন দেখার বিষয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *