প্রেসিডেন্সি সহজ নয়, প্রেসিডেন্ট পদে ১০০দিন কাটিয়ে স্বীকারোক্তি ট্রাম্পের

ওয়াশিংটন, ২৮ এপ্রিল (হি.স.): আমেরিকার প্রেসিডেন্ট বলে কথা, চাট্টিখানি কথা নয়| মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ১০০ দিন সম্পন্ন করার পর ডোনাল্ড ট্রাম্পও স্বীকার করলেন, ‘প্রেসিডেন্সি সহজ নয়|’ বৃহস্পতিবার হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমি ভেবেছিলাম আমার পূর্বের ব্যবসায়ী কার‌্যক্রম থেকে মার্কিন প্রেসিডেন্টের কাজ অনেক সহজ হবে| কিন্তু, তা আসলে আমার ভাবনার বাইরে কঠিন|’ ট্রাম্পের কথায়, ‘আমি আমার অতীত জীবনকে ভালোবাসি| আমি আগেই ভালো ছিলাম| আগেই আমার কাজ কম ছিল| এখন আমার অতীত জীবনের চেয়ে বেশি কাজ করতে হচ্ছে| আমি ভেবেছিলাম প্রেসিডেন্টের কাজ সহজ, আসলে তা অনেক কঠিন|’
উল্লেখ্য, ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর, এর আগে অবশ্য ট্রাম্পের পূর্বসূরি বারাক ওবামা বলেছিলেন, ট্রাম্প যতটা সহজ ভাবছেন, প্রেসিডেন্সি আসলে এতোটা সহজ নয়| দায়িত্ব গ্রহণের পর ১০০ দিন সম্পূর্ণ হতেই তা অবশ্য উপলব্ধি করলেন ডোনাল্ড ট্রাম্প|
প্রসঙ্গত, গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ১০০ দিন পার করেছেন ট্রাম্প| ২০১৬ সালের নভেম্বর মাসে হিলারি ক্লিন্টনকে পরাজিত করে আমেরিকার ৪৫ তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ট্রাম্প|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *