BRAKING NEWS

প্রয়াত অভিনেতা বিনোদ খান্না, শোকের ছায়া বলিউডে

মুম্বই, ২৭ এপ্রিল (হি.স.): প্রয়াত হলেন হিন্দি চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা তথা রাজনীতিবিদ বিনোদ খান্না| বেশ কিছুদিন ধরে মারণরোগ ক্যান্সারে ভোগার পর বৃহস্পতিবার সকালে মুম্বইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি| মৃতু্যকালে জনপ্রিয় এই অভিনেতার বয়স হয়েছিল ৭০ বছর| হাসপাতাল সূত্রের খবর, বেশ কিছুদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন বিনোদ খান্না| বৃহস্পতিবার সকাল ৮টায় জীবনাবসান হয় তাঁর| বিনোদ খান্নার মৃতু্যতে গভীরভাবে শোকাহত তিন পুত্র রাহুল, অক্ষয় এবং সাক্ষী, কন্যা শ্রদ্ধা এবং স্ত্রী কবিতা| তাঁর প্রথম স্ত্রী ছিলেন গীতাঞ্জলী, কিন্তু ১৯৮৫ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়| বিনোদ খান্নার মৃতু্যতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে|
গত ৩১ মার্চ গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বইয়ের স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতাল এণ্ড রিসার্চ সেন্টারে ভর্তি হয়েছিলেন বিনোদ খান্না| সূত্রে জানা যায়, ইউরিনারি ব্লাডার ক্যান্সারে ভুগছিলেন বিনোদ| যদিও বিনোদের ছেলে রাহুল খান্না জানিয়েছিলেন, গত ৩১ মার্চ থেকে ডিহাইড্রেশনের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তাঁর বাবা বিনোদ|
১৯৪৬ সালের ৬ অক্টোবর বর্তমান পাকিস্তানের পেশোয়ারে জন্ম হয় বিনোদ খান্নার| ১৯৬৮ থেকে ২০১৩ পর‌্যন্ত প্রায় ১৪১টি ছবিতে অভিনয় করেন তিনি| অমর আকবর অ্যান্টনি, পূরব অউর পশ্চিম, আন মিলো সজনা, মুকাদ্দর কা সিকান্দর, খুন পসিনা, হেরা ফেরি, জমির, দবাং -র মতো বহু সুপারহিট ছবি রয়েছে তাঁর ঝুলিতে| পঞ্জাবের গুরুদাসপুর থেকে বিজেপি-র সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছিলেন বিনোদ খান্না| ১৯৮০ সালে অভিনয় জগত থেকে বিরতি নিয়ে তিনি যোগ দেন ওশো রজনীশের আশ্রমে| পাঁচ বছর পর ফের ফিরে আসেন ছবির জগতে| সাম্প্রতিককালে তাঁর অভিনীত ছবিগুলির মধ্যে রয়েছে দাবাং, প্লেয়ার্স, দাবাং ২, দিলওয়ালে|হিন্দুস্থান সমাচার| রাকেশ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *