সৌদি আরবের ৪১৮ রানের জবাবে ২৮ রানেই গুটিয়ে গেল চিন

ব্যাংকক, ২৩ এপ্রিল (হি.স.) : সৌদি আরবের ৪১৮ রানের জবাবে মাত্র ২৮ রানে গুড়িয়ে গেল চিন। থাইল্যান্ডে বিশ্ব ক্রিকেট লিগের আঞ্চলিক পর্বের যোগ্যতাঅর্জন ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে খেতে নেমে এই লজ্জার স্কোর খাড়া করল চিনের জাতীয় ক্রিকেট দল। যার সর্বোচ্চ ১৩ রান এসেছে অতিরিক্ত থেকে।
শনিবার ৫০ ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করে সৌদি আরব তুলেছিল ৪১৮ রান। যেখানে সৌদি আরবের হয়ে ৫০ রান করেন শাহবাজ রশিদ। মহম্মদ আফজল ৯১ বলে শতরান করেন। অধিনায়ক শোয়েব আলি ৪১ বলে করেন ৯১।জবাবে ব্যাট করতে নেমে চিন ১২.‌৪ ওভারে গুটিয়ে গেল মাত্র ২৮ রানে। ৩৯০ রানে ম্যাচটা হেরেছে চিন।
চিনের ব্যাটসম্যানরা সৌদি আরবের বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেন। এই ম্যাচে চিনের সাতজন ব্যাটসম্যান শূন্য রানে আউট হন। তবে চিনের ১১ নম্বর ব্যাটসম্যান জিয়াং শায়ো চোটের জন্য ব্যাট করতে নামেননি। অফস্পিনার শাহবাজ রশিদ হ্যাটট্রিক করেন। এছাড়া ৩টি করে উইকেট নেন ইবরার উল হক এবং ইমরান আরিফ। রশিদ ৪ উইকেট পেয়ে যেতেন।
ওয়ানডে ক্রিকেটে ২০০৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে জিম্বাবোয়ে ৩৫ রানে অলআউট হয়ে গিয়েছিল। ২০০৭ সালে অনূর্ধ্ব ১৯ ওয়েস্ট ইন্ডিজ ১৮ রানে শেষ হয়ে গিয়েছিল বার্বাডোজের বিরুদ্ধে। ম্যাচটি হয়েছিল গায়ানায়। সেই তালিকায় নবতম সংযোজন চিনের ২৮ রান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *