/সরকার বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ১৫

সরকার বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ১৫

কারাকাস, ২২ এপ্রিল (হি.স.) : ভেনেজুয়েলায় সরকার বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে শুরু হওয়া সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ জন| ভেনেজুয়েলার অ্যাটর্নি জেনারেলের তরফে এখবর জানা গিয়েছে| গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যেই ১১ জনের মৃতু্যর খবর পাওয়া যায়| তবে পরের দিকে মিরান্ডার পিটার এলাকায় আর চারজনের মৃতু্যর খবর পাওয়া গিয়েছে| এর ফলে শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫|

প্রশাসনিক আধিকারিকদের মতে, কারাকাসের এই সংঘর্ষে শুক্রবার আহত হওয়া ছ’জনকে নিয়ে মোট আহতের সংখ্যা ৬৮ ছাড়িয়েছে| জানা গিয়েছে, মৃতদের মধ্যে আটজন লুটপাটের সময় হাইভোল্টেজ তারে বিদু্যপৃষ্ট হয়ে মারা যান| আর একজন ব্যবসায়ী নিজের দোকান বাঁচাতে গিয়ে গুলিতে মারা যান| অ্যাটর্নি জেনারেলের তরফে পাঁচজন আইনজীবীর একটি দল গঠন করা হয়েছে|

বর্তমানে ভেনেজুয়েলাতে রাষ্ট্রপতি নিকোলাস মাদুরাওর সমর্থক ও তাঁর বিরোধীদের মধ্যে প্রায়ই সংঘর্ষ চলে| বিরোধীদের অভিযোগ, দেশের অভ্যন্তরে সৃষ্ট হওয়া রাজনৈতিক ও আর্থিক সমস্যার জন্য রাষ্ট্রপতিই দায়ী| তবে ভেনেজুয়েলার উপরাষ্ট্রপতি বলেন, দেশের দক্ষিণপন্থী বিরোধীরা অনবরত হিংসার আশ্রয় নিয়ে সরকারকে পরাস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে| তারা বিভিন্ন সন্ত্রাসবাদীদের সাহায্যে দেশের নিরীহ মানুষের উপর হামলা চালাচ্ছে|