বর্তমানে বিশ্বে যা ঘটছে তা খুবই উদ্বেগজনক, প্যারিসে হামলার নিন্দায় ট্রাম্প

ওয়াশিংটন, ২১ এপ্রিল (হি.স.): প্যারিসে জঙ্গি হামলার তীব্র নিন্দা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প| ফ্রান্সের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছে ও হামলাকে সন্ত্রাসি অ্যাখ্যা দিয়ে ট্রাম্প বলেছেন, ‘আমাদের দেশের মানুষের পক্ষ থেকে ফ্রান্সের মানুষের প্রতি সমবেদনা রইল|’ হোয়াইট হাউসে ইতালির প্রধানমন্ত্রী পাওলো গেন্টিলোনির সঙ্গে বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলনের সময় সমবেদনা জানান ট্রাম্প| মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, ‘আবার হামলা, ভয়ঙ্কর হামলা আমরা দেখতে পাচ্ছি| বিশ্বে বর্তমান সময়ে যা ঘটছে তা খুবই উদ্বেগজনক|’

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে বন্দুকবাজের হামলায় রক্ত ঝরল ফ্রান্সের রাজধানী প্যারিসে| রাত ৯টা নাগাদ প্যারিসের চ্যাম্পস-এলিসিস শহরে আততায়ীর গুলিতে মৃতু্য হয়েছে এক পুলিশ অফিসারের| গুরুতর আহত হয়েছেন অন্তত দু’জন| পরে পুলিশের পাল্টা গুলিতে খতম হয়েছে ওই বন্দুকবাজ| হামলার দায় স্বীকার করে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) জানিয়েছে, আৱু ইয়ুসুফ আল-বালজিকি নামে আইএস সংগঠনের এক যোদ্ধা এই হামলা চালিয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *