BRAKING NEWS

প্যারিসে জঙ্গি হামলায় নিহত পুলিশ অফিসার, পাল্টা গুলিতে খতম আততায়ী

প্যারিস, ২১ এপ্রিল (হি.স.): বন্দুকবাজের হামলায় রক্ত ঝরল ফ্রান্সের রাজধানী প্যারিসে| স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ প্যারিসের চ্যাম্পস-এলিসিস শহরে আততায়ীর গুলিতে মৃতু্য হয়েছে এক পুলিশ অফিসারের| গুরুতর আহত হয়েছেন অন্তত দু’জন| পরে পুলিশের পাল্টা গুলিতে খতম হয়েছে ওই বন্দুকবাজ| হামলার দায় স্বীকার করে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) জানিয়েছে, আৱু ইয়ুসুফ আল-বালজিকি নামে আইএস সংগঠনের এক যোদ্ধা এই হামলা চালিয়েছে|

প্যারিসে পুলিশের এক কর্তা জানিয়েছেন, রাত তখন ৯টা হবে| হঠাত্ই এক বন্দুকবাজ গুলি চালাতে শুরু করে| তার লক্ষ্য ছিল ফ্রাঙ্কলিন রুজভেল্ট সাবওয়ে স্টেশনের নিরাপত্তারক্ষীরা| এই জায়গাটিতে সবসময়ই পর‌্যটকদের ভিড় থাকে| আচমকা গুলির শব্দ শুনে আতঙ্কে-প্রাণভয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বহু মানুষ| শুলির শব্দ শুনেই পুলিশ ও সেনা গোটা এলাকা ঘিরে ফেলে| পুলিশের গাড়ি দেখতে পেয়েই সেই গাড়ি লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে ওই জঙ্গি| গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান একজন পুলিশ অফিসার| আরও দু’জন আহত হয়েছেন| তাঁদের মধ্যে একজন মহিলা পর‌্যটকও রয়েছেন| হামলার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ওই জঙ্গিকে লক্ষ্য করে পুলিশ পাল্টা গুলি ছুঁড়লে খতম হয় আততায়ী| তদন্তকারীরা জানিয়েছেন, বেলজিয়ামের বাসিন্দা ওই জঙ্গি থাকত পূর্ব প্যারিসে| আইএস-এর সঙ্গে যুক্ত ওই জঙ্গি| ঘটনার পর আইএস অবশ্য হামলার দায় স্বীকার করেছে|

উল্লেখ্য, আগামী রবিবার ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচন| তার আগে মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প| প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষ্যে এই মুহূর্তে নিরাপত্তা বেশ কড়াকড়ি করা হয়েছে প্যারিসে| গত মঙ্গলবারই জঙ্গি সন্দেহে দু’জনকে গ্রেফতার করে প্যারিস পুলিশ| এরপরও বৃহস্পতিবার রাতের হামলা নিয়ে যথেষ্ট চিন্তায় পুলিশ কর্তারা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *