BRAKING NEWS

তুরস্কের জনগণ এরদোগানের পক্ষেই রায়

আঙ্কারা, ১৭ এপ্রিল (হি.স.) : ফের তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন রিস্যেপ তায়্যিপ এরদোগানের| গণভোটে ৫১.৪১ শতাংশ ভোট পেয়ে তিনি জয়ী হয়েছেন| তুরস্কের জনগণ গণ ভোটের মাধ্যমে এরদোগানের হাত ধরে প্রস্তাবিত নতুন তুরস্কের দাবি জানিয়েছে| তবে বিরোধীপক্ষ ভোটে কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলেছে| তবে তারাও খুব একটা পিছিয়ে ছিল না| ৪৮.৫৯ শতাংশ ভোট পেয়ে জোর লড়াই করেছে তারা|
প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা ব্যাপকভাবে বাড়ানোর জন্য সাংবিধানিক পরিবর্তনের প্রস্তাবের পক্ষে রবিবার এই গণভোট শুরু হয়| এরপর গণনা শেষেই ভোট এরদোগানের পক্ষে বলে সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়| জনগণের সিদ্ধান্ত পক্ষে আনতে রাষ্ট্র ব্যবস্থা ও জনসেবা বাড়ানোর অনেক পরিকল্পনার কথা জানিয়েছে এরদোগান| তুরস্কের আভিজাত্য ও ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠিত করার কথাও তিনি ঘোষণা করেন| এবার জয়ী হওয়ার পর কতটা বাস্তবায়িত করেন, সেটাই এখন দেখার|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *