BRAKING NEWS

আইএস ঘাঁটিতে শক্তিশালী বোমা নিক্ষেপ করে সেনাবাহিনীকে অভিনন্দন ট্রাম্পের

ওয়াশিংটন, ১৪ এপ্রিল (হি.স.) : আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএসকে টার্গেট করে পূর্ব আফগানিস্তানের পাকিস্তান সীমান্ত লাগোয়া এলাকায় বড়সড় অভিযান চালাল মার্কিন সেনা| আফগানিস্তানের নানগড়হর প্রদেশের অচিন জেলার পাহাড়ে অজস্র গুহা জুড়ে আইএসের শাখা সংগঠন খোরাসানদের ঘাঁটি তৈরি হয়েছে| সেখানেই বিশ্বের সবথেকে বড় অপারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছে| আর এই অভিযান সফল বলে সেনাবাহিনীকে অভিনন্দন জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প|
বোমা হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, অভিযান খুবই সফল হয়েছে| আমরা সেনাবাহিনীর জন্য গর্বিত| তিনি আরও বলেন, সবাই জানেন, কী ঘটনা ঘটেছে| আমি ওই বোমা ব্যবহারের অনুমতি দিয়েছি| আমাদের রয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি| তারা তাদের কাজ করেছে|
ট্রাম্প দাবি করেন, আইএস জঙ্গিদের বিরুদ্ধে তাঁর জমানাতেই গত আট বছরের তুলনায় অনেক বেশি সাফল্যলাভ করেছে সেনাবাহিনী| এই বোমার ব্যবহার উত্তর কোরিয়ার প্রতি কোনও বার্তা দেবে কিনা, সে প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এটা উত্তর কোরিয়ার কাছে কোনও বার্তা পৌঁছে দেবে কিনা, তা জানা নেই| তবে বার্তা পৌঁছল, কি পৌঁছল না, তাতে কোনও ফারাক পড়বে না|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *