ঘোষিত হল ৬৪ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপকদের নাম, রমরমা বাঙালিদেরই

নয়াদিল্লি, ৭ এপ্রিল (হি.স.): দীর্ঘ প্রতীক্ষার অবসান| অবশেষে ঘোষিত হল ৬৪ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বিজয়ীদের নাম| জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে এবার বাঙালিদেরই রমরমা| সামাজিক প্রেক্ষাপটে তৈরি শ্রেষ্ঠ ছবির সম্মান পেল সুজিত সরকার প্রযোজিত এবং অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ছবি পিঙ্ক| শ্রেষ্ঠ প্লেব্যাক গায়িকার পুরস্কার পেলেন ইমন চক্রবর্তী, প্রাক্তন ছবির গান তুমি যাকে ভালোবাসো-র জন্য| শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্রের পুরস্কার পেল কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালিত ছবি বিসর্জন| শ্রেষ্ঠ গীতিকার সম্মান পেলেন অনুপম রায় প্রাক্তন ছবির জন্য| এ বছরই প্রথম দেওয়া হল সেরা অ্যাকশন ডিরেক্টরের পুরস্কার| শ্রেষ্ঠত্বের সম্মান পেলেন পিটার হায়েন|
শুক্রবার দিল্লিতে একটি অনুষ্ঠান থেকে প্রাপক অভিনেতা-অভিনেত্রী থেকে কলাকুশলী এবং সিনেমার নাম ঘোষণা করা হয়| মোস্ট ফ্রেন্ডলি স্টেট হিসেবে পুরস্কার পাচ্ছে উত্তর প্রদেশ| বিশেষভাবে নাম করা হয়েছে ঝাড়খণ্ডেরও| সেরা ছবির শিরোপা পেল নীরজা| সোনম কাপুর ছবিটির মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন| অন্যদিকে, সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন অক্ষয় কুমার| রুস্তম সিনেমায় অভিনয়ের জন্য অক্ষয় এই পুরস্কার পাচ্ছেন|
এ বছর জাতীয় পুরস্কারের জন্য বিচারকদের কাছে জমা পড়েছিল দেশের ২৬টি ভাষায় ৩৪৪টি সিনেমা| সিনেমার উপর সবথেকে ভালো বই নির্বাচিত হল লতা সুরগাঁথা| সেরা মিউজিকের সম্মান পাচ্ছে লিচিস| সেরা শিক্ষণীয় সিনেমা নির্বাচিত হল, দ্য ওয়াটারফল| সেরা তামিল সিনেমা জোকার| সেরা গুজরাটি সিনেমা রং সাইড রাজু| সেরা বাংলা সিনেমা বিসর্জন| সেরা হিন্দি চলচ্চিত্রের পুরস্কার পেল রাম মাধবনী পরিচালিত ছবি নীরজা| শ্রেষ্ঠ কন্নড় ছবি পেল রিজারভেশন| শ্রেষ্ঠ মারাঝি ছবি পেল দশক্রিয়া| সেরা বিজুয়াল এফেক্ট শিবায়| সেরা ফিমেল প্লে ব্যাক গায়িকা ইমন চক্রবর্তী| সেরা গায়ক সুন্দর আয়ার| শ্রেষ্ঠ সামাজিক সিনেমা পিঙ্ক| বাচ্চাদের জন্য সেরা সিনেমা ধনাক (হিন্দি)| সেরা সহ অভিনেতা দঙ্গলের জাইরা ওয়াসিম| সেরা অ্যাকশন কোরিওগ্রাফি পাচ্ছেন পিটার হেইন (ফুলিমুরুগা সিনেমার জন্য)| সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন মিন্নামিনুনগু ছবির জন্য সুরভী| স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পেলেন মলয়লি অভিনেতা মোহনলাল| স্পেশাল ইফেক্টের জন্য শ্রেষ্ঠত্বের সম্মান পেলেন নবীন পল শিবায় ছবির জন্য|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *