BRAKING NEWS

রাজ কাপুরকে শ্রদ্ধা জানিয়ে বন্ধ হচ্ছে দিল্লির রিগাল থিয়েটার

নয়াদিল্লি, ৩০ মার্চ (হি.স.) : রাজ কাপুরকে শ্রদ্ধা জানিয়ে বন্ধ হচ্ছে দিল্লির রিগাল থিয়েটার | মাল্টিপ্লেক্সের যুগে সিঙ্গল স্ক্রিন একে একে বিদায় নিচ্ছে| সেই তালিকায় নতুন সংযোজন রিগাল| তবে অন্যারা চুপিসারে বন্ধ করে | আর রিগাল একটু ঘটা করে বন্ধ হচ্ছে| বৃহস্পতিবার রাজ কাপুরের দুটি বিখ্যাত সিনেমা ‘মেরা নাম জোকার’ ও ‘সঙ্গম’ছবি দেখিয়েই রিগালের অন্তিম যবনিকাপাত হচ্ছে|
১৯৩২ সালে তৈরি হয়েছিল এই হলটি| কাপুর পরিবারের সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠতা| পৃথ্বীরাজ কাপুরের সব ছবি এখান থেকেই যাত্রা শুরু করত| তারপর এলেন রাজ কাপুর| এখানেই সব ছবির প্রিমিয়ার| রিগাল মানেই রাজ কাপুরের ছবি দিনের পর দিন চলবে, এটাই ছিল অলিখিত নিয়ম| অন্যান্য হল থেকে ছবি উঠে গেছে, তৱু একাই মাসের পর মাস রাজ কাপুরকে টেনে নিয়ে গেছেন রিগাল কর্তৃপক্ষ| পরবর্তীকালে কাপুর পরিবারের অন্যান্য অভিনেতাদের ছবিও গুরুত্ব দিয়েই দেখানো হয়েছে|
হলটি বন্ধ হওয়ার মূল কারণ আর্থিক লোকসান | যদিও মালিকপক্ষ জানিয়েছেন, আপাতত বন্ধ করলেও আমরা সিনেমা ব্যবসার মধ্যেই থাকার চেষ্টা করব| আপ্রাণ চেষ্টা করছি মাল্টিপ্লেক্স হিসেবে আবার যদি ফিরিয়ে আনা যায়| কাপুর পরিবারের প্রতি আমাদের কৃতজ্ঞতার কোনও সীমা নেই| তাই শেষদিন রাজ কাপুরের ছবি চলবে, এরকম সিদ্ধান্ত নিয়েছি| এদিন বিকেলে দেখানো হবে ‘মেরা নাম জোকার’| রাতে দেখানো হবে ‘সঙ্গম’ | রাজ কাপুরের এই দুই বিখ্যাত ছবি দিয়েই আপাতত নিজেদের দৌড় শেষ করতে চলেছে রিগাল|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *