BRAKING NEWS

পদোন্নতিতে সংরক্ষণ মামলায় সুপ্রিম কোর্টে চূড়ান্ত শুনানি ১০ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ৷৷ রাজ্য প্রশাসনের আধিকারিকদের পদন্নোতিতে সংরক্ষণের বিষয়টিতে ত্রিপুরা উচচ আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে ত্রিপুরা সরকারের দায়ের করা আবেদন এবং সাধারণ শ্রেণীর আদিকারিকদের রাজ্য সরকারের বিরুদ্ধে দায়ের করা আদালত অবমাননার মামলা নিয়ে চূড়ান্ত শুনানির জন্য ১০ আগস্ট দিন ধার্য করেছে দেশের সর্বোচ্চ আদালত৷
সোমবার সুপ্রিম কোর্টে বিচারপতি জাস্টিস এর নাগেশ্বর রাও এবং বিচারপতি জাস্টিস শারদ বোবদে আদালতে উত্থাপিত হয়৷ রাজ্য সরকারের দাখিল করা আবেদনের পাশাপাশি সাধারণ শ্রেণীর আধিকারিকদের তরফে ত্রিপুরা সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার বিষয়টি ও বিচারের জন্য গ্রহণ করা হয়৷ ত্রিপুরা আইন দপ্তর সূত্রে জানা গেছে এবিষয়ে সর্বোচ্চ আদালত ত্রিপুরা সরকার এবং সংশ্লিষ্ট অন্যান্যদের সকলকে নোটিস জারি করার কথা বলেছে৷ সোমবার সংক্ষিপ্ত আর্গুমেন্টে ত্রিপুরা সরকারের প্রতিনিধিত্বকারী আইনজীবী আদালতকে জানান রাজ্য স রকার সংশ্লিষ্ট পদগুলিতে পদোন্নতি কেপ্ঢ ইন এভেন্স এ নিয়ে এসেছে৷ সর্বোচ্চ আদালতের নির্দেশ না আসা পর্যন্ত পদোন্নতি আটকে রাখার রাজ্য সরকার৷ কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমননার অভিযোগ দায়ের কারী জেনারেল অফিসারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর কর্মকর্তারা জানিয়েছেন রাজ্য সরকার যথেষ্ট ভাবে আদালত অবমাননার করেছেন এবং এবিষয়ে বিস্তারিত তথ্য প্রমাণ আগামীর দিনে আদালতে উপস্থাপন করা হবে৷ শুধু তাই নয় রাজ্য স রকার প্রমোশনের জন্য একটি কমিশন গঠন করে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যের ভিষয়ে ফারাক ঘটিয়েছে৷ যা আদালতে উপস্থাপন করা হচ্ছে৷ ত্রিপুরা সরকারের অবস্থান কে চ্যালেঞ্জে জানিয়ে ত্রিপুরা হাইকোর্টে মামলা করা হয়৷ উচ্চ আদালতে তৎকালীন প্রধান বিচারপতি দীপক গুপ্তা রাজ্য সরকারের সংরক্ষণ নীতির বাতিল করে দেয়৷ এরপর ত্রিপুরা সরকার বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে যায়৷ জেনারেল অফিসারস ওয়েলফেয়ার এসোসিয়েশন এর কর্মকর্তাদের অভিমত রাজ্য সরকার একটি অংশের স্বার্থসিদ্ধির করতে ই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে৷ রাজ্য সরকারের এই অবস্থা কোন ভাবেই প্রশাসনের কর্মীদের পক্ষে সহায়ক নয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *