BRAKING NEWS

একাধিক স্থানে দুঃসাহসিক চুরি, পুলিশ কুম্ভনিদ্রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ৷৷ পুলিশ প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে চবিবশ ঘন্টায় রাজধানী আগরতলায় পাঁচটি স্থানে চুরির ঘটনা ঘটেছে৷ অন্য আরেকটি স্থানে চুরি করতে গিয়ে দুই চোর স্থানীয়দের হাতে ধরা পড়েছে৷ তাতে, রাজধানী আগরতলায় নিরাপত্তা নিয়ে পুলিশি ভূমিকায় প্রশ্ণ উঠেছে৷
জানা গেছে, জিবি হাসপাতাল, আইজিএম হাসপাতালের কোয়ার্টার কমপ্লেক্স, রামনগর, মধ্যপাড়া এবং গান্ধীঘাটে চবিবশ ঘন্টায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ তাতে পাঁচটি বাইক এবং স্বর্ণালঙ্কার ও জিনিসপত্র চুরি হয়েছে৷ কোন ঘটনাতেই পুলিশ কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি৷ এমনকি চুরি যাওয়া বাইক এবং স্বর্ণালঙ্কার ও জিনিসপত্রগুলি উদ্ধার করা সম্ভব হয়নি৷
জানা গেছে, জিবি হাসপাতাল চত্বর থেকে জনৈক চিকিৎসকের বাইক চুরি হয়েছে৷ এ বিষয়ে জিবি ফাঁড়িতে একটি মামলা দায়ের করা হয়েছে৷ কিন্তু পুলিশ এখনো চোর কিংবা চুরি যাওয়া বাইক আটক করতে পারেনি৷ এদিকে, আইজিএম কোয়ার্টার কমপ্লেক্স থেকে টিআর০১-এএ-৭৪৫০ এবং টিআর০১-ডব্লিউ-৭৪১০ নম্বরের দুটি বাইক চুরি হয়েছে৷ রামনগর এলাকা থেকে টিআর০১-এল-৫১৪২ এবং মধ্যপাড়া থেকে টিআর০১-পি-৮২৪৩ নম্বরের দুটি বাইক চুরি হয়েছে৷ এই ঘটনাগুলি পুলিশে জানানো হয়েছে৷ কিন্তু এই ঘটনাগুলিতে পুলিশ এখনো সফলতা অর্জন করতে পারেনি৷
এদিকে, গান্ধীঘাটে সরকারি আবাসনে স্বর্ণালঙ্কার সহ বহু জিনিসপত্র চোরেরা চুরি করে নিয়ে গেছে৷ আবাসন থেকে চোরেরা কিভাবে চুরি করতে সক্ষম হল তা নিয়ে নানা প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ এবিষয়েও পুলিশে চুরির মামলা দায়ের করা হলেও কাউকেই পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়নি৷
এদিকে, গতকাল রাতে ইন্দ্রনগরে অমৃত স্টোর্সে তালা ভেঙ্গে চুরি করতে গিয়ে দুই চোরকে হাতে নাতে ধরে ফেলেন স্থানীয় জনগণ৷ জানা গেছে, চুরি করতে গিয়ে উজান অভয়নগরের বাসিন্দা বাবলু চৌধুরী এবং ময়লাখলার বাসিন্দা লিটন দাসকে স্থানীয় জনগণ হাতে নাতে ধরে ফেলেন৷ তাদের উত্তমমধ্যম দিয়ে জিবি ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *