BRAKING NEWS

মনারচক নিয়ে ওএনজিসি-নেপকোর ঠান্ডা লড়াই শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ৷৷ ওএনজিসি এবং নেপকোর মধ্যে গ্যাস সরবরাহ নিয়ে ঠান্ডা লড়াই শুরু হয়ে গিয়েছে৷ শনিবার সংবাদিক সম্মেলনে ওএনজিসি ত্রিপুরা এসেটের ডিরেক্টর অনশোর ভি পি মাহাবর জানিয়েছেন, ওএনজিসি যে পরিমান গ্যাস সরবরাহ করছে তার পুরোটা নিতে পারছে না নেপকো পরিচালিত মনারচক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র৷ মনারচকে ০৫ এমএমএসসিএমডি গ্যাস দিতে সক্ষম ওএনজিসি৷ কিন্তু, মনারচক সর্বাধিক ০৪৯ এমএমএসসিএমডি গ্যাস নিতে পারছে৷ এদিন তিনি আরও জানিয়েছেন, কখনও কখনও গ্যাস নেওয়ার ক্ষমতা তাদের আরও কমে যায়৷ তিনি জানান, কখনও ০৩, আবার কখনও ০৪ এমএমএসসিএমডি গ্যাস নিতে পারছে মনারচক৷ তাতে, দীর্ঘদিন ধরে গ্যাস সরবরাহে সমস্যার কারণে মনারচকে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে বলে নেপকো যে অভিযোগ এনেছে তা এদিন কার্য্যত ওএনজিসি খারিজ করে দিয়েছে৷
এদিন, ওএনজিসি এসেট মেনেজার এস সি সোনি জানিয়েছেন, ২০১৬ সালের ২৫ নভেম্বর থেকে মনারচকে প্রতিনিয়ত গ্যাস সরবরাহ করছে ওএনজিসি৷ তাদের ০৫ এমএমএসসিএমডি গ্যাস সরবরাহ করতে ওএনজিসির কম্প্রেসার প্রস্তুত৷ কিন্তু, মনারচক সর্বাধিক ০৪৯ এমএমএসসিএমডি গ্যাসের অধিক নিতে পারছে না৷ এদিন, ওএনজিসি নেপকোর বিরুদ্ধে কোন ক্ষোভ প্রকাশ করেনি৷ ওএনজিসির বিরুদ্ধে নেপকোর ক্রমাগত অভিযোগের বিষয়েও কোন কথা বলেননি৷ কেবল মনারচকে গ্যাস সরবরাহের তথ্য তুলে ধরেছে ওএনজিসি৷ এদিন মাহাবর জানান, সারা রাজ্যে যথেষ্ট গ্যাসের মজুত রয়েছে৷ ওএনজিসি গ্যাস উত্তোলনে কোন ধরনের গাফিলতি করছে না৷ রাজ্যে যে পরিমান গ্যাস রয়েছে তাতে অনেক শিল্প গড়ে তোলা সম্ভব৷ খোবালে দুটি কূপ খনন করে প্রচুর গ্যাসের সন্ধান পাওয়া গিয়েছে৷ আগামী ২ বছরে আরও ৩টি রিগ রাজ্যে আনতে চলেছে ওএনজিসি, জানান তিনি৷ ফলে, গ্যাস নিয়ে রাজ্যে কোন সমস্যা নেই, দাবি মাহাবরের৷ এদিন তিনি জানিয়েছেন, ২০১৫-১৬ অর্থ বছরে ৪৯৫ লক্ষ কিউবিক মিটার প্রতিদিন গ্যাস উত্তোলনের ক্ষমতা বেড়ে ২০১৬-১৭ অর্থ বছরে হয়েছে ৫৭৫ লক্ষ কিউবিক মিটার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *