BRAKING NEWS

মিশরের প্রাক্তন প্রেসিডেন্ট হোসনি মোবারক মুক্তি পেলেন

কায়রো, ২৪ মার্চ (হি.স.) : মিশরের ক্ষমতাচু্যত প্রেসিডেন্ট হোসনি মোবারক মুক্তি পেলেন| শুক্রবার প্রায় ছয় বছর পর দেশের

হোসনি মোবারক

সামরিক হাসপাতাল থেকে তাঁকে বন্দিদশা থেকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে|
এদিন তাঁর আইনজীবী একথা জানিয়ে বলেন, সরকারি হাসপাতাল থেকে মুক্তি পেয়ে তিনি বেরিয়ে যান| মুসলিম ব্রাদারহুডসহ বিরোধীদের গণআন্দোলনের মুখে ২০১১ সালে ক্ষমতাচু্যত হন ‘স্বৈরশাসক’ বলে পরিচিত মোবারক| তারপর তাকে বিভিন্ন মামলায় বন্দি করা হয়| মোবারকের ক্ষমতাচু্যতির পর ক্ষমতায় আসে ব্রাদারহুড| কিন্তু ব্রাদারহুডের প্রেসিডেন্ট মহম্মদ মুরসিও বেশিদিন ক্ষমতায় টিকতে পারেননি| সেনাবাহিনী তাকে ক্ষমতাচু্যত করার পর তাঁকে কারাবন্দি করে| পরে মুরসির আমলে মোবারকের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর পুনর্বিচার শুরু করা হয়| এতে জামিন পেতে থাকেন মোবারক| শেষ পর‌্যন্ত সব মামলায় তাকে জামিন দেওয়া হলে শুক্রবার মুক্তি পান মিশরের অন্যতম প্রভাবশালী এই প্রেসিডেন্ট|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *