BRAKING NEWS

ফিট থাকলে তবেই খেলবেন, শেষ টেস্টের আগের দিন জানালেন বিরাট

ধমর্শালা, ২৪ মার্চ (হি.স.) : ফিট থাকলে তবেই খেলবেন ভারত অধিনায়ক বিরাট কোহলি | শুক্রবার এ কথা নিজেই জানান রাঁচি টেস্টেকাঁধে চোট পাওয়া ভারত অধিনায়ক  | আগামীকাল থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়ার চলতি টেস্ট সিরিজের শেষ তথা চতুর্থ ম্যাচ| এই ম্যাচের আগে সবচেয়ে বড় প্রশ্ন আগামীকাল ধর্মশালায় কোহলি খেলবেন কি না তা নিয়ে | কারণ এই টেস্টেযাঁরা জয়ী হবে, সিরিজ তাঁদের| আজ সাংবাদিক বৈঠকে এসে বিরাট বলেন, আমি ফিটনেস টেস্টের মধ্যে আছি| যদি পাস করি, তবেই খেলব| বিরাটের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় ইতিমধ্যেই ভারতীয় দলে ডেকে নেওয়া হয়েছে তরুণ ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ারকে|

ধর্মশালায় বিরাট খেলতে পারবেন কি না, সেটা আগামীকালের আগে জানা যাচ্ছে না| আগামীকাল সকালে বিরাটের ফিটনেস টেস্ট| তারপরেই জানা যাবে, শনিবার স্টিভ স্মিথের সঙ্গে কে টস করতে যাবেন| শেষ লড়াইয়ে অধিনায়ক না থাকলে টিম ইন্ডিয়া যে অনেকটাই পিছিয়ে পড়বে| টিমে বিরাটের নেতৃত্ব অনেকটাই প্রেরণা নতুন সদস্যদের কাছে| এই টেস্টেযাঁরা জয়ী হবে, সিরিজ তাঁদের| বিরাট কিন্তু এসব নিয়ে ভাবছেন না| তিনি স্পষ্ট বলে দিলেন, বিষয়গুলো ভাবার সময় মনে রাখা উচিত, আমি অন্যদের থেকে আলাদা নই| টিমের অন্য সদস্যরা যেভাবে ফিটনেস টেস্ট দেয়, আমাকেও দিতে হবে| কারও জন্য কোনও বিশেষ ব্যবস্থা নেই| ফিট না থাকলে কোনও ভাবেই পাঁচ দিনের টেস্ট খেলা সম্ভব নয়| সেটাও মনে করিয়ে দিলেন কোহলি| তিনি বলেন, ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় একটি বল ফেস করা সব সময়েই কঠিন| ফিল্ডিং করার সময়েও তাই|  ক্রিকেটার হিসেবে, অধিনায়ক হিসেবে ফিল্ডে নামতে গেলে একশো শতাংশ ফিট থাকতে হবে| তবে ধমর্শালা টেস্টে বিরাট কোহলি না থাকলে কোনও সমস্যা হবে না বলেই মনে করছেন বিরাট| তিনি বলেন, প্রত্যেক ম্যাচ, প্রত্যেক প্রতিপক্ষ আমার কাছে সমান| সবাই হয়তো ভাবছে, আমার ক্যারিয়ারের এটা অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ হতে পারে| আমি সেভাবে ভাবি না| এগুলো সব সময় আমার মাথায় ঘোরে| তাই সব সময় ১০০ শতাংশ ফিট থাকতে চাই| কিন্তু ৱুঝতে হবে, এটাও ক্যারিয়ারের অংশ| এটা ধরে নিয়েই এগোতে হবে| বিরাট না খেললে তাঁর জায়গা খেলতে পারেন মুম্বই ব্যাটসম্যান শ্রেয়স আয়ার|

বিরাটের বিকল্প হিসেবে ভারতীয় শিবিরে ডাকা হয় এই তরুণ ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ারকে| আজই তিনি ধর্মশালায় এসে দলের সঙ্গে যোগ দিয়েছেন |  বৃহস্পতিবার ভারতীয় দলের অনুশীলনে হাজির থাকলেও, নেটে ব্যাটিং করেননি বিরাট| ওয়ার্ম-আপের পর আন্ডার-আর্ম থ্রো করেই উঠে যান তিনি| এখনও বিরাটের ডান কাঁধে ব্যান্ডেজ বাঁধা| যদি বিরাট খেলতে না পারেন, সে কথা মাথায় রেখেই শ্রেয়াসকে ডাকা হয়েছে| গত দুটি মরসুমে ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন শ্রেয়াস| সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে তিনি দ্বিশতরান করেন| সেই কারণেই ভারতীয় দলে ডাক পেলেন মুম্বইয়ের এই ব্যাটসম্যান|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *