BRAKING NEWS

মেডিক্যাল ভর্তি ঃ ত্রিপুরার পরীক্ষার্থীরা বাংলায় পরীক্ষা দিতে পারবে রাজ্যেই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারি৷৷ মেডিক্যাল কলেজে ভর্তির ক্ষেত্রে এন ই ই টি (ইউ জি)-২০১৭ পরীক্ষায় এখন থেকে রাজ্যেই বাংলা মাধ্যমেও পরীক্ষা দিতে পারবে ত্রিপুরার পরীক্ষার্থীরা৷ সম্প্রতি নীট পরীক্ষা সংক্রান্ত জারি করা একটি বিজ্ঞপ্তির উল্লেখ করে আজ মহাকরণে সাংবাদিকদের এই তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী৷ তিনি বলেন, গত এক বছর আগে সব রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদেরকে নিয়ে দিল্লীতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর ডাকা বৈঠকে নীট পরীক্ষায় আঞ্চলিক ভাষাতেও পরীক্ষা দেবার ব্যবস্থা করার জন্য দাবী জানানো হয়েছিল৷ এর পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে নীট পরীক্ষা সংক্রান্ত যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তাতে ত্রিপুরার পরীক্ষার্থীদের জন্য প্রশ্ণপত্র ইংরেজী ও হিন্দী মাধ্যমে রাখা হয়েছিল৷ এই বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে ত্রিপুরার পরীক্ষার্থীদের বাংলা মাধ্যমেও পরীক্ষা দেবার ব্যবস্থা করার জন্য চিঠির মাধ্যমে দাবি জানানো হয়৷ এছাড়াও সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড জে পি নাড্ডা-র ত্রিপুরা সফরকালে পুনরায় তাঁর কাছে দাবীটি উত্থাপন করা হয়৷ এর পরিপ্রেক্ষিতে নীট পরীক্ষা সংক্রান্ত সম্প্রতি এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং এতে জানানো হয়েছে যে, এন ই ই টি(ইউ জি) -২০১৭তে আগরতলা পরীক্ষা কেন্দ্রে থেকে যে সকল পরীক্ষার্থী পরীক্ষার আবেদনপত্র পূরণ করবে, তারা বাংলা মাধ্যমে পরীক্ষা দেবার জন্য এখন আগরতলা অথবা পশ্চিমবঙ্গের পরীক্ষাকেন্দ্রগুলো থেকে তাদের পরীক্ষাকেন্দ্র বাছাই করতে পারবে৷ রাজ্যের যে সকল পরীক্ষার্থী ইতিমধ্যেই আবেদনপত্র পূরণ করে নিয়েছে, এখন তাদের ইচ্ছানুযায়ী বাংলা মাধ্যম প্রশ্ণ ও পছন্দমতো পরীক্ষাকেন্দ্র বাছাই করার জন্য অনলাইনের মাধ্যমে আবেদনপত্র সংশোধন করার সুযোগ পাওয়া যাবে৷ পরীক্ষার আবেদনপত্রটি কেবলমাত্র অনলাইন ব্যবস্থায় সংশোধন করা যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে৷ এই সম্পর্কিত পরিবর্তন সমূহের বিস্তৃত বিবরণসহ পৃথক একটি বিজ্ঞপ্তি জারি করা হবে তা ওয়েবসাইটের(http://cbseneet.nic.in)-র মাধ্যমে জানা যাবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে৷ নীট পরীক্ষায় ত্রিপুরার পরীক্ষার্থীদের বাংলা মাধ্যমে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা কে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী একটি চিঠির মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন৷ এছাড়াও তিনি সাংবাদিকদের জানান, ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আই সি এম আর) এর আগরতলা ও খুমুলুঙ-এ দুটি রিসার্চ ইনস্টিটিউট স্থাপন, জি বি হাসপাতালে মা ও শিশুর জন্য ১০০ শয্যা বিশিষ্ট ওয়ার্ড, এ জি এম সি ও জিবি হাসপাতালে সুপার স্পেশালিটি ব্লক, হাঁপানিয়ায় রিজিওন্যাল নার্সিং ইনস্টিটিউট, ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট নির্মাণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খুব শীঘ্রই তিনি দিল্লীতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন৷
এছাড়া, পূর্তমন্ত্রী সাংবাদিকদের জানান, কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গডকরি সম্প্রতি এক চিঠির মাধ্যমে ৪৪নং জাতীয় সড়কের গোমতী নদী ও মুহুরী নদীর উপর দুটি আর সি সি ব্রীজ নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে৷ এ ব্যাপারে এন এইচ আই ডি সি এল সংস্থাকে ছয় মাসের মধ্যে ডি পি আর এর কাজ সম্পন্ন করার নির্দেশ দেয়া হয়েছে৷ এই দুটি ব্রীজ নির্মাণের জন্য সড়ক পরিবহণ মন্ত্রক বার্ষিক পরিকল্পনা ২০১৭-১৮ তে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *