BRAKING NEWS

গন্ডাছড়ায় দলের প্রয়াত নেতার আত্মার শান্তি কামনায় শান্তি যজ্ঞ করল বিজেপি

গয়াচন্দ্র সূত্রধর৷৷ তেলিয়ামুড়া, ২৩ ফেব্রুয়ারি৷৷ হিন্দু শাস্ত্র বিধানে প্রয়াত চাঁন মোহন ত্রিপুরার আত্মার শান্তি কামনায় শান্তি যজ্ঞ করা হয় বিজেপির পক্ষে গোমতী জেলার গন্ডাছড়াতে৷ বৃহস্পতিবার শান্তি যজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী তথা ত্রিপুরার পর্যবেক্ষক সুনীল দেওধর, বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব সহ সহ সভাপতি সুবল ভৌমিক৷
উল্লেখ্য, বিগত বছরের ২৬ ডিসেম্বর সোমবার গন্ডাছড়ার দলপতি গাঁওসভার বিজেপি নির্বাচিত ভিলেজ কমিটির সদস্য চাঁন মোহন ত্রিপুরা দিন দুপুরেই খুন হয়ে যায়৷ এদিন ৪৫ বৎসরের যুবক তথা চাঁন মোহন ত্রিপুরাকে ককেজন নরঘাতক ছলনা করে বাড়ি থেকে সামান্য দূরে ডেকে আনে৷ অভিযোগ তাদের আক্রমণের শিকার হয়ে প্রাম হারায় চাঁন মোহন ত্রিপুরা৷ বর্তমান মৃত চাঁনমোহন ত্রিপুরার স্ত্রী ও দুই নাবালক সন্তান রয়েছে৷ তার আত্মার সৎগতি কামনার জন্য গন্ডাছড়া এলাকার সুকলমাঠে পূর্ব কর্মসূচী অনুযায়ী শান্তি যজ্ঞের আয়োজন করে বিজেপি৷ যদিও বর্ষণের কারণে প্রথম দিকে যজ্ঞ বাঁধা থাকলেও পরে আবহাওয়া পরিবর্তন হওয়াতে সকাল এগারটা নাগাদ যজ্ঞের কাজ শুরু হয়৷ রাজ্যে ৬০টি মন্ডল থেকে কয়েক শত বিজেপি সমর্থক শান্তি যজ্ঞে উপস্থিত ছিলেন৷ রাজ্যে বিভিন্ন এলাকা থেকে সাধু সন্ন্যাসীরা এদিন শান্তি যজ্ঞে উপস্থিত ছিলেন৷ যজ্ঞ শেষে ৬০টি মন্ডলের সভাপতিদের হাতে শান্তি কলস সহ একটি প্যান ড্রাইভ দেওয়া হয়৷ প্যান ড্রাইভে আদতে কি রয়েছে তা রহস্য তা একাংশ জনগণদের অভিমত৷ তবে আগামী ২৪ তারিখের পর প্যান ড্রাইভে কি রয়েছে তা দেখার জন্য বলা হয়৷ আগামী ২রা মার্চ পর্যন্ত শান্তির কলসি নিয়ে প্রতিটি বুথে বুথে ঘোরার জন্য বলা হয়েছে৷ এবং ৩ মার্চ প্রতিটি মন্ডলে আইন অমান্য আন্দোলনে নামছে বিজেপি৷ এদিকে শান্তি যজ্ঞ মঞ্চ থেকে প্রধান বক্তা তথা কেন্দ্রীয় মন্ত্রী সুনীল দেওধর আওয়াজ তুলেন, শাসক সিপিএমের ক্যাডারদের কাপুরুষোচিত পরিকল্পিত আক্রমণে খুন হয়েছে চাঁন মোহনত্রিপুরা৷ তিনি মঞ্চ থেকে আরো বলেন, চাঁন মোহন ত্রিপুরা খুনের পেছনে কারা যুক্ত তা সিবিআই তদন্ত দেওয়ার জন্য আগামী ৩ মার্চ রাজ্যের ৬০টি বিধানসভায় আইন অমান্য আন্দোলনে যাচ্ছে বিজেপি৷
চাঁন মোহন ত্রিপুরা খুনের পেছনে সুষ্ঠ তদন্ত সহ সিবিআইয়ের দাবিতে শান্তি মঞ্চে বক্তব্য রাখেন রাজ্য সভাপতি বিপ্লব দেব সহ সহ-সভাপতি সুবল ভৌমিক৷ এদিকে, একাংশ বিজেপি কর্মীদের অভিমত সিবিআই তদন্ত দিলে খুনের আসল রহস্য বেরিয়ে আসবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *