BRAKING NEWS

হোলি উপলক্ষে তিনটি বিশেষ ট্রেন দিচ্ছে এনএফ রেল

গুয়াহাটি, ২৩ ফেব্রুয়ারি, (হি.স.) : হোলিতে যাত্রী ভীড় ঠেকাতে তিনটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে (এনএফ রেলওয়ে)| বিশেষ এই ট্রেনগুলি চলাচল করবে কামাখ্যা থেকে আননন্দবিহার টার্মিনাস (নতুন দিল্লি), কাটিহার থেকে জলন্ধর সিটি, এবং গুয়াহাটি থেকে গোরখপুর| ট্রেনগুলি আবার যথাস্থানে ফিরেও আসবে বলে এনএফ রেলের জনসংযোগ বিভাগের এক প্রেসবার্তায় জানানো হয়েছে|
বার্তায় জানানো হয়ছে, ০২৫০৩ কামাখ্যা-আননন্দবিহার টার্মিনাস (নতুন দিল্লি) সুপার ফাস্ট হোলি স্পেশাল ট্রেনটি গুয়াহাটি থেকে ছাড়বে আট এবং ১৫ মার্চ সকাল দশটায়| সেখান থেকে ১০ এবং ১৭ মার্চ সকাল ৫.১৫ মিনিটে ছাড়বে ০২৫০৪ নম্বরে এই একই ট্রেন কামাখ্যা-আননন্দবিহার টার্মিনাস-কামাখ্যা সুপার ফাস্ট হোলি স্পেশাল হয়ে| দুটি ট্রেনে থাকবে টু টায়ার এসি, থ্রি টায়ার এসি এবং জেনারেল কামরা|
তাছাড়া ০৫৭১৭ কাটিহার-জলন্ধর সিটি সুপার ফাস্ট হোলি স্পেশাল ট্রেন কাটিহার থেকে ৯ এবং ১৬ মার্চ সকাল নয়টায় ছাড়বে| উল্টোদিকে ০৫৭১৮ জলন্ধর সিটি-কাটিহার সুপার ফাস্ট হোলি স্পেশাল ট্রেন জলন্ধর সিটি থেকে ১১ এবং ১৮ মার্চ রাত ১.১৫ মিনিটে ছাড়বে| এগুলিতেও টু টায়ার এসি, থ্রি টায়ার এসি এবং জেনারেল কামরা থাকবে|
এবং তৃতীষ় ০৫৬০৯ গুয়াহাটি-গোরখপুর সুপার ফাস্ট হোলি স্পেশাল ট্রেন গুয়াহাটি থেকে ১০ এবং ১৭ মার্চ রাত নয়টায় ছাড়বে এবং তা-ই ০৫৭১৮ নম্বর হয়ে ১১ এবং ১৮ মার্চ রাত ১১.৩০ মিনিটে গোরখপুর থেকে ছাড়বে বলে প্রেসবার্তায় জানানো হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *