BRAKING NEWS

উদ্বোধনের আগেই ভেঙ্গে পড়া ব্রিজ সংস্কারের উদ্যোগ নেই আট মাস পরও

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২২ ফেব্রুয়ারি৷৷ উদ্বোধনের আগেই ভেঙ্গে পড়েছিল মনু নদীর উপরে নির্মিত হওয়া ঝুলন্ত ব্রীজ৷ এর ৮ মাস পরও নতুন ব্রীজ নির্মাণ কিংবা সংস্কারও হয়নি৷ নির্মাণ কাজে ত্রুটি সম্পর্কে তদন্তক্রমে কোনো পদক্ষেপ নেননি জেলা শাসক৷ তাই জনক্ষোভ প্রশমিত করতে আন্দোলনের পথ বেছে নিল শাসক দলের শাখা সংগঠন কৃষক সভা৷ মনু নদীর ভাঙনরোধ ঝুলন্ত ব্রীজের পরিবর্তে পাকা ব্রীজ নির্মাণ স হ ৫ দফা দাবিতে ৪ ঘন্টার গণধর্না ও জেলা শাসকের কাছে ডেপুটেশান দেয়া হল কৃষক সভার তরফে৷
২০১২ সালের ২৮ ডিসেম্বর এই ব্রীজের ভিত্তিপ্রস্তর স্তাপন করেছিলেন তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী তপন চক্রবর্তী৷ ২০১৫ সালের নভেম্বরে নির্মাণ কাজ শেষ হয়৷ গত বছরের মে মাসে বন্যার জলের তোড়ে ভেঙ্গে পড়ে ঝুলন্ত ব্রীজটি৷ দুগর্তি বাড়ে স্থানীয় কৃষকদের৷ বিলাসপুর জারুতলী সহ ৫টি পঞ্চায়েত এলাকার কৃষকরা উৎপাদিত পণ্য জলাই বাজারে পাইকারি বিক্রি করতেন৷ দূরত্ব ছিল ১ থেকে ৪ কিলোমিটারের মধ্যে৷ কৈলাসহর বাজারের দূরত্ব ৫-৭ কিলোমিটার৷ যোগাযোগের সেতু দুর্নীতির কারণে উদ্বোধনের আগে ভেঙ্গে পড়ে৷ গ্রামোন্নয়ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আই ও বহাল তবিয়েতে৷ ডিএম তদন্ত করাননি বলে অভিযোগ খোদ শাসকদলের৷ আজ ৪ ঘন্টার গণবস্থানে কৃষক সভার নেতা তথা জিলা পরিষদ সদস্য রঞ্জিত নাথ, পঞ্চায়েত সমিতি সদস্য বিপুল দে, গোপাল দেব প্রকাশ্যেই ক্ষোভ ব্যক্ত করেছেন৷ ৫ সদস্যক প্রতিনিধি দল ৫ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছেন জেলা শাসক প্রমথরঞ্জন ভট্টাচার্যকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *