BRAKING NEWS

বিশ্রামগঞ্জে গণবস্থান চুক্তিবদ্ধ শিক্ষকদের

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২১ ফেব্রুয়ারি৷৷ মঙ্গলবার সকাল ১০টায় বিশ্রামগঞ্জ ত্রিপুরা রাজ্যের চুক্তিবদ্ধ শিক্ষক কর্মচারীরা বিভিন্ন দাবী নিয়ে দীর্ঘদিন সরকারের কাছে আন্দোলন করে ফল না হওয়া পুনরায় ১০টা থেকে ৪ঘন্টায় গন আবস্থানে সংঘটিত করে ত্রিপুরা চুক্তিবদ্ধ শিক্ষক কর্মচারী সমিতি৷ কেন্দ্রীয় সরকারের দ্বারা শিক্ষাকে সাম্প্রদায়িকতাকরন করার প্রচেষ্টার বিরুদ্ধে ও এস এস এ আর এম এস  প্রকল্পে নিযুক্ত চুক্তিবদ্ধ শিক্ষক ও কর্মচারীদের নিয়মিতকরনের দাবি সহ ১২ দফা দাবিতে জেলা শিক্ষা একাধিকারিকের নিকট চুক্তিবদ্ধ শিক্ষক ও কর্মচারী সমিতির প্রতিনিয়তত্ব মূলক ডেপুটেশন প্রদান করেন শিক্ষা আধিকারিকের কাছে৷ তাদের দাবী কেন্দ্রীয় সরকারের দ্বারা শিক্ষায় গেরুয়াকরন বন্ধ করা এবং আউট-সারচিং কিম্বা চুক্তিপ্রথায় নিয়োগ বন্ধ করা সহ রাজ্য সরকারকে শিক্ষা দপ্তরের প্রকল্পে নিযুক্ত শিক্ষক ও কর্মচারিদের নিয়মিত সাপেক্ষ প্রয়োজনিয় অর্থ প্রদান করা সহ বিভিন্ন রকম দাবি প্রদান শিক্ষা অধিকর্তা চুক্তিবদ্ধ শিক্ষক ও কর্মচারীদের দাবী গুলোর সঙ্গে সহমত পোষন করেন৷ এবং এই ব্যাপারে দপ্তরের আধিকারিকদের সঙ্গে  কথা বলবেন বলেও জানান৷ এই গনধনায় উপস্থিত চুক্তিবদ্ধ শিক্ষক কর্মচারীদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *