BRAKING NEWS

চিন-পাকিস্তানকে পিছনে ফেলে বিশ্বের সবচেয়ে বেশি অস্ত্র আমদানিকারক দেশ ভারত

নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি (হি.স.) : বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি অস্ত্র আমদানিকারক দেশ ভারত| এমনটাই দাবি সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসাচর্ ইনস্টিটিউট বা সিপরি-র| ওই সংস্থা দাবি, ২০১২ থেকে ২০১৬-র মধ্যে গোটা বিশ্বে যত অস্ত্র রফতানি হয়েছে, তার ১৩ শতাংশ আমদানি করেছে ভারত| যা অন্য সব দেশের থেকে বেশি| ২০০৭ থেকে ২০১১ আর ২০১২ থেকে ১৬-র মধ্যে অস্ত্র আমদানি ৪৩ শতাংশ বাড়িয়েছে ভারত| শেষ ৪ বছরে তাদের আমদানি ছাপিয়ে গিয়েছে চিন আর পাকিস্তানকে|
চিন এখন অামদানি কমিয়ে চেষ্টা করছে, দেশীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্র বেশি করে ব্যবহার করার| কিন্তু ভারত এখনও অস্ত্র তৈরির প্রযুক্তির জন্য রাশিয়া, আমেরিকা, ইউরোপ, ইজরায়েল ও দক্ষিণ কোরিয়ার ওপর নির্ভরশীল| স্টকহোমের দাবি, ঠান্ডা যুদ্ধ শেষ হওয়ার পর গত ৫ বছরে মধ্য প্রাচ্য ও এশিয়ায় অস্ত্র আমদানি বেড়ে গিয়েছে চোখে পড়ার মত| ২০১২ থেকে ১৬-র মধ্যে সৌদি আরব ছিল অস্ত্র আমদানিতে বিশ্বে দ্বিতীয়|
বিশ্বে অস্ত্র প্রস্তুতকারক দেশগুলির মধ্যে ২০১২-১৬-র মধ্যে রাশিয়া রফতানি করেছে ২৩ শতাংশ অস্ত্র| আর সেই অস্ত্রের ৭০ শতাংশ গিয়েছে ভারত, ভিয়েতনাম, তিন ও আলজিরিয়ায়| অন্যদিকে, অস্ত্র রফতানিকারকদের মধ্যে ওই কবছরে ১ নম্বরে ছিল আমেরিকা| ২০০৭-১১-র মধ্যে তাদের রফতানি বেড়েছে ২১ শতাংশ| আর এর অর্ধেকই এসেছে মধ্য প্রাচ্যে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *