শিথিল হল টাকা তোলার নিয়ম, সপ্তাহে অ্যাকাউন্ট থেকে তোলা যাবে ৫০ হাজার টাকা

নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি (হি.স.): ব্যাঙ্ক থেকে টাকা তোলার নিয়ম শিথিল হল অনেকটাই| সোমবার (২০ ফেব্রুয়ারি) থেকে সারা সপ্তাহে ৫০ হাজার টাকা পর‌্যন্ত তোলা যাবে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে| ২০১৬ সালের ৮ নভেম্বর নোট বাতিলের পর থেকে এযাবত্ সপ্তাহে ২৪ হাজার টাকা পর‌্যন্ত তোলা যেত| এটিএমে একদিনে ১০ হাজার টাকা তোলা গেলেও সেই অ্যাকাউন্ট থেকে সপ্তাহে ২৪ হাজার টাকা পর‌্যন্তই তোলা যেত| এর ফলে স্বল্প স্বস্তি মিললেও, সমস্যা মোটেনি কমেনি|
কিছুদিন আগে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র পক্ষ থেকে জানানো হয়েছে, ২০ ফেব্রুয়ারি থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমা বাড়ানো হবে| রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ১৩ মার্চের পর থেকে এই উর্ধ্বসীমা তুলে নেমওয়া হবে| তারপর যত খুশি, টাকা তুলতে পারবেন গ্রাহকরা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *