BRAKING NEWS

শনিবার শপথ নেবেন নাগাল্যান্ডের নতুন মুখ্যমন্ত্রী শুরহোজেলি

কোহিমা (নাগাল্যান্ড), ২০ ফেব্রুয়ারি, (হি.স.) : ক্ষমতাসীন ‘ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স অব নাগাল্যান্ড’ (ডিএএন)-এর বিধান পরিষদীয় নেতা নির্বাচিত হয়ে নাগাল্যান্ডের সপ্তদশ মুখ্যমন্ত্রী হিসেবে আগামী ২২ ফেব্রুয়ারি সকাল ১১টায় শপথ নেবেন ৮১ বছরের ড. শুরহোজেলি লেইজেৎসু্। আজ সোমবার সকাল এগারোটায় রাজ্য ব্যানকুয়েট হল-এ অনুষ্ঠিত ডিএএন-এর জরুরি বৈঠকে দলপতি নির্বাচিত হলে বিকেলের দিকে তিনি রাজ্যপাল পদ্মনাভ বালাকৃষ্ণ আচার্যের সঙ্গে দেখা করে তাঁকে সরকার গঠন করতে আবেদন জানান। তাঁর আবেদনের ভিত্তিতে রাজ্যপাল তাঁকে শনিবার শপথ নেওয়ার দিন ধার্য করে দেন। এ খবর মুখ্যমন্ত্রীর কার্যালয় সূত্রে জানানো হয়েছে।
এদিকে, বিধান পরিষদীয় নেতা হিসেবে তাঁকে নির্বাচিত করলে ডিএএন জোটের সকল বিধায়ককে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন শুরহোজেলি লেইজেৎসু্। তাঁর ভাষায়, আমার জন্য নিজের কুর্সি ছেড়ে দিয়ে মহত্ত্বের পরিচয় দিয়েছেন টিআর জেলিয়াং। বলেন, জেলিয়াংই প্রকৃত নাগা জাতির নেতা। নাগা জনগোষ্ঠীর দাবির পরিপ্রেক্ষিতে তিনি ক্ষমতা ত্যাগ করতে এতটুকু কুণ্ঠা বোধ করেননি। তিনি মহান।
এদিকে আজকের গোটা কার্যক্রম ও কর্মসূচিতে সশরীরে উপস্থিত ছিলেন সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী নেইফিউ রিও। তিনি ডিএএন-৩-এর নতুন মুখ্যমন্ত্রীকে তাঁর আন্তরিক শুভ কামনা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *