পাক সেনেটে পাস হিন্দু বিবাহ বিল, অপেক্ষা রাষ্ট্রপতির সম্মতির

ইসলামাবাদ, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): দীর্ঘ প্রতীক্ষিত `হিন্দু বিবাহ বিল’ পাস হয়ে গেল পাকিস্তান সেনেটে| শুক্রবার পাক সেনেটে সর্বসম্মতিক্রমে পাস হয়ে যায় `দ্য হিন্দু ম্যারেজ বিল ২০১৭’| এই প্রথম পাকিস্তানে বসবাসকারী হিন্দুদের বিবাহের জন্য পৃথক কোনও আইন পাস হল পাকিস্তানে|

২০১৫ সালের ২৬ সেপ্টেম্বর ন্যাশনাল অ্যাসেম্বলির নিম্নকক্ষে এই বিলকে সবুজ সঙ্কেত দেওয়া হয়| এখন অপেক্ষা শুধুই রাষ্ট্রপতি মামনুন হুসাইন-এর চূড়ান্ত সম্মতির| এই বিলের অধীনে হিন্দু মহিলাদের বিবাহের প্রমাণপত্র দেওয়া হবে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *