BRAKING NEWS

পারফরম্যান্সের সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে কোহলির ব্র‌্যান্ড ভ্যালু, আগে শুধুই শাহরুখ

নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি (হি.স.) : পারফরম্যান্সের সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে ভারতের অধিনায়ক বিরাট কোহলির ব্র‌্যান্ড ভ্যালু| ২০১৬ সালের অক্টোবর মাসের রিপোর্ট অনুযায়ী, বিরাটের ব্র‌্যান্ড ভ্যালু ৯২ মিলিয়ন মার্কিন ডলার| ভারতের সেলেবদের মধ্যে এক্ষেত্রে তাঁর আগে আছেন শুধু শাহরুখ খান| বলিউড বাদশার ব্র‌্যান্ড ভ্যালু ১৩১ মিলিয়ন মার্কিন ডলার| বিশেষজ্ঞরা বলছেন, এখন শাহরুখের থেকে খুব বেশি পিছিয়ে নেই বিরাট| স্পোর্টস মার্কেটিং এগজিকিউটিভরা বলছেন, ভারতের একদিনের ও টি-২০ দলের অধিনায়ক নির্বাচিত হওয়ার পর বিরাটের ব্র‌্যান্ড ভ্যালু ২০ থেকে ২৫ শতাংশ বেড়ে গিয়েছে| তিনি ভবিষ্যতে শাহরুখকে টপকেও যেতে পারেন|
একটি স্পোর্টস মার্কেটিং সংস্থার কর্ণধার তুহিন মিশ্র বলেছেন, একজন ব্র‌্যান্ড অ্যাম্বাসাডারের পারফরম্যান্স এবং অবস্থান তাঁর ব্র‌্যান্ড ভ্যালু বাড়িয়ে দেয়| টেস্ট দলের অধিনায়ক হওয়ার সময় বিরাটের যা ব্র‌্যান্ড ভ্যালু ছিল, একদিনের ও টি-২০ দলের অধিনায়ক হওয়ার পর তা ২০-২৫ শতাংশ বেড়ে গিয়েছে|
এখন বিরাট ২০টি পণ্যের ব্র‌্যান্ড অ্যাম্বাসাডার বিরাট| এছাড়া তিনি কেন্দ্রীয় সরকারের স্কিল ইন্ডিয়া প্রকল্পেরও শুভেচ্ছাদূত নির্বাচিত হয়েছেন| মার্কেটিং বিশেষজ্ঞদের মতে, ধারাবাহিকভাবে ভাল পারফরম্যান্সের জন্যই বিরাটের ব্র‌্যান্ড ভ্যালু বেড়ে চলেছে| তিনি অদূর ভবিষ্যতে ভারতের এনডোর্সমেন্টের ইতিহাসে সবচেয়ে দামী ব্র‌্যান্ড অ্যাম্বাসাডার হওয়ার দিকে এগিয়ে চলেছেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *