BRAKING NEWS

পরপর দু’বার শক্তিশালী ভূকম্পন ইন্দোনেশিয়ায়, ভেঙে পড়ল দু’টি বাড়ি

জাকার্তা, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): পরপর দু’বার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশ| রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল যথাক্রমে ৫.৬ ও ৫.১| পরপর দু’বার ভূকম্পনের জেরে ভেঙে পড়েছে দু’টি বাড়ি| আহত হয়েছেন কমপক্ষে ৯ জন| তাঁদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে| মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোররাত ২.৪৭ মিনিট নাগাদ প্রথমে ৫.৬ তীব্রতার ভূকম্পন অনুভূত হয়| প্রথম ভূকম্পনের প্রায় ৬ মিনিট পর ৫.১ তীব্রতার আফটার শক অনুভূত হয়|
ইন্দোনেশিয়ার রেড ক্রস জানিয়েছে, ভূকম্পনের জেরে পিদিয়ে জায়ায় দু’টি বাড়ি ভেঙে পড়েছে এবং ট্রিয়াংগাডেঙ জেলায় কমপক্ষে ৯ জন আহত হয়েছেন| ভূকম্পনের পর কিছু সময়ের জন্য বিদু্যত্ বিভ্রাটও হয়|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *