BRAKING NEWS

শ্রীলঙ্কার বিরুদ্ধে দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা, অধিনায়ক হিসেবেই ফিরলেন এবি

cricketপ্রিটোরিয়া, ২৪ জানুয়ারি (হি.স.) : চোট সারিয়ে অধিনায়ক হিসেবেই দলে ফিরলেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স| কনুইয়ের চোটের কারণে গত বছরের জুনের পর জাতীয় দলে আর খেলেননি তারকা এ ব্যাটসম্যান| তবে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম তিনটির জন্য ঘোষিত দলে অধিনায়ক হিসেবেই ফিরলেন তিনি|
১৫ সদস্যের এই দলে প্রথমবারের মতো সুযোগ পেলেন ফাস্ট বোলার লুনগি এনগিদি| শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টি-টোয়েন্টিতে ছয় উইকেট পাওয়ার পরই ২০ বছর বয়সী এ বোলারের কপাল খুলে যায়| ওডিআই দলে ফিরেছেন অস্ট্রেলিয়া বিপক্ষে শেষ ওয়ানডে সিরিজে হাঁটুর চোটে পড়া অলরাউন্ডার ক্রিস মরিস|
অজিদের বিপক্ষে ৫-০ ব্যবধানে সিরিজ জেতা প্রোটিয়াদের সেই দলে ছিলেন ফাস্ট বোলার কাইল অ্যাবোট ও ব্যাটসম্যান রিলে রুশো| তবে সম্প্রতি ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের কলপাক চুক্তিতে তারা দুজন সই করায় বাদ পড়েছেন| পাশাপাশি দেশটির সেরা ফাস্ট বোলার ডেল স্টেইন কাঁধের চোটের কারণে এই সিরিজেও বাদ পড়লেন|
প্রথম তিন ওয়ানডের দক্ষিণ আফ্রিকা দল: এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), হাশিম আমলা, ফারহান বেহারদিন, কুইন্টন ডি কক, জেপি ডুমিনি, ফাফ ডু প্লেসিস, ইমরান তাহির, ডেভিড মিলার, ক্রিস মরিস, ওয়েন পারনেল, লুনগি এনগিদি, অ্যান্ডিল পেহলুকওয়ে, ডোয়েইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবারিজ শামসি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *