BRAKING NEWS

বিসিসিআইয়ের অর্ন্তবর্তী প্যানেল গড়ার দায়িত্ব পেলেন কপিল সিব্বল

kapil-sibal_1_0 নয়াদিল্লি, ২৪ জানুয়ারি (হি.স.) : ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদে কে বসবেন তা ঠিক করবেন কপিল সিব্বল| মঙ্গলবার এই রায় দিল সুপ্রিমকোর্ট| তবে বোর্ডের ৭০ বছরের আপিল এদিন খারিজ করে দিল সর্বোচ্চ আদালত| বিসিসিআই-র দেওয়া ন’টি নামই খারিজ করে দেয় সুপ্রিমকোর্ট| তবে বোর্ডের অর্ন্তবর্তী প্যানেল গড়ার দায়িত্ব দেওয়া হয়েছে বিসিসিআই-র আইনজীবী কপিল সিব্বলকে| শুক্রবারের মধ্যে প্যানেল জানাতে হবে বলে বলা হয়েছে| যাঁরা পরবর্তী নির্বাচন পর‌্যন্ত বোর্ড পরিচালনা করবেন ক্রিকেট প্রশাসকদের বয়সের উর্ধ্ব সীমা ৭০ বছরের বিষয়টি বিবেচনার জন্য আবেদন জানিয়েছিল বিসিসিআই| কিন্তু সুপ্রিমকোর্ট সেই আবদনে সাড়া না দিয়ে পরিষ্কার জানিয়েছে সত্তরোর্ধ কোনও ব্যক্তি ভারতীয় ক্রিকেটের প্রশাসনিক পদে থাকতে পারবেন না|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *