BRAKING NEWS

যুদ্ধবিরতি ! মায়ানমারে দুই রাষ্ট্রদূত সকাশে এনএসসিএনের শীর্ষ নেতা

nagalandওয়াখা (নাগাল্যান্ড), ১৭ জানুয়ারি, (হি.স.) : ভারত সরকারের সঙ্গে নাগাল্যান্ডের খাপলাং গোষ্ঠীর উগ্রপন্থী সংগঠন এনএসসিএন (খাপালাং)-এর আলোচনা প্রসঙ্গে নয়া অগ্রগতি পাচ্ছে বলে এক খবরে প্রকাশ। এবার ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যস্থতায় এই অগ্ৰগতি লাভ করবে বলে ওয়াকিবহাল মহলের ধারণা। গত বছর যুদ্ধবিরতি চুক্তি ভারত সরকার ভঙ্গ করেছে বলে অভিযোগ তুলেছিল সংগঠনটি।

এর পর অত্যন্ত গোপনীয়তা অবলম্বন করে অতি সম্প্রতি এনএসসিএন (খাপলাং)-এর দুই শীর্ষ নেতা সেনাধ্যক্ষ নিকি সুমি ও মিলিটারি চিফ ইশাক সুমি মায়ানমারে গিয়ে ভারতীয় রাষ্ট্ৰদূত বিক্রম মিস্রির সঙ্গে দেখা করেছেন বলে এক সূত্রের দাবি। তাছাড়া তারা ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্ৰদূতের সঙ্গেও সাক্ষাৎ করেছেন বলে সূত্রের খবর। দুই রাষ্ট্রদূতের সঙ্গে শান্তি আলোচনা প্রসঙ্গে কথা হয়েছে বলেও দাবি সূত্রের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *