BRAKING NEWS

মারা গেলেন মার্কিন মহাকাশ বিজ্ঞানী জিন কারন্যান

E Cernenওয়াশিংটন, ১৭ জানুয়ারি (হি.স.) : অবসরপ্রাপ্ত মার্কিন মহাকাশ বিজ্ঞানী জিন কারন্যান মারা গেলেন| মৃতু্যকালে বয়স হয়েছিল ৮২ বছর| নাসা জানিয়েছে, এটা একটা অপূরণীয় ক্ষতি| জানা গিয়েছে, দ্বিতীয়বার চাঁদে যাওয়া তিনজনের মধ্যে ক্যাপ্টেন কারন্যান একজন| ১৯৭২ সালে তিনি চাঁদে তাঁর পায়ের ছাপ রেখে আসেন| তিনিই সব শেষে নেমেছিলেন চাঁদে| সে সময় তিনি অ্যাপোলো ১৭ মিশনের কমান্ডার ছিলেন| এখন পর‌্যন্ত মোট ১২ জন চাঁদে হেঁটেছেন| তার মধ্যে ছয়জন জীবিত রয়েছেন| অ্যাপোলো ১৭ মিশনের আগে ১৯৬৬ ও ১৯৬৯ সালে তিনি দু’বার মহাশূন্যে যান|
১৯৭৬ সালে অবসর নেওয়ার পরে তিনি ব্যবসা শুরু করেন| পাশাপাশি মার্কিন একটি চ্যানেলে চুক্তিভিক্তিক কাজ শুরু করেন| ১৯৩৪ সালের ১৪ মার্চ শিকাগোতে তিনি জন্মগ্রহণ করেন কারন্যান|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *