BRAKING NEWS

বক্সনগর সীমান্তে বাংলাদেশী চোর নিহত গণধোলাইয়ে

muder photoনিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ১১ জানুয়ারি৷৷ সোনামুড়া মহকুমার অন্তর্গত বক্সনগর ব্লকের সীমান্তবর্তী গ্রামগুলির মধ্যে অন্যতম হচ্ছে নজরপল্লী যা সীমান্তে গা ঘেঁষে রয়েছে৷ তাঁরকাটা বেড়া হওয়া সত্ত্বেও বাংলাদেশী গরু চুরের উপদ্রবে গ্রামবাসী অতিষ্ট হয়ে গতকাল ভোর রাতে আনুমানিক ২১০ মিনিটে বাগরের গ্রাম পঞ্চায়েতের ২নং ওয়ার্ডের জাঙ্গির হোসেন এর ঘরে সিঁধ ভেঙ্গে ঢোকার চেষ্টা করে৷ ৫/৬ জন চোর৷ বাড়ির মালিকের স্ত্রী টের পেয়ে চিৎকার শুরু করেন৷ সঙ্গে সঙ্গে পুরো গ্রাম জেগে ওঠে একজন চোরকে ধরতে সক্ষম হয়৷ গণধোলাইয়ে চোরের মৃত্যু হয়৷ ঘটনাটি ঘটে সীমান্তের ওপারে মাঝখানে তাঁরকাটা বেড়া এপারে বিএসএফ জওয়ান কর্তব্যরত৷ ব্যাটেলিয়ান ১৫৮, গেইট নং ১৯০ জনগণ ধরে চোরকে নিয়ে গেইটের সামনে আসে তখন রাত তিনটা সে সময় চোর থেকে বিএসএফ কিছু জিজ্ঞাসা করে নাম ঠিকানা জানেন৷ চোরের নাম জসিম উদ্দিন, পিতা ইব্রাহিম উদ্দিন৷ সংবাদ সূত্রে জানা যায়,  ভোর সাড়ে তিনটা পুলিশ ঘটনাস্থলে আসে এবং সঙ্গে সঙ্গে মৃতদেহ বক্সনগর হাসপাতালের মর্গে রাখা হয়েছে৷ এদিকে বাড়ির মালিকের মুখ থেকে চোর সন্দেহ আটক করে বেধড়ক মারধরের ফলেই চোরের মৃত্যু৷ পূর্বে কয়েকবার নজরপুরা গ্রামের আশেপাশে গরু চুরির হিড়িক পরে৷ সংবাদ সংগ্রহ করতে গ্রামে গিয়ে কিছু লোকের  মুখ থেকে জানা যায় সে নাকি ভবঘুরে পাগল৷ আসল চোরের টিকির নাগাল পেল না৷ এই ঘটনার খবর পেয়ে সোনামুড়া এসডিপিও বাবুল দাস খুব সকালেই সীমান্তের ওপারে গিয়ে তদন্ত করে আসছেন৷ এবং বাংলাদেশের বিজিবি নিকট  সংবাদ পাঠান৷ এখন দুদেশে সীমান্তবর্তী এলাকায় ফ্ল্যাগ মিটিং হয়েই মৃতদেহ ওপারে নিয়ে যাবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *